“স্বপ্নভাঙ্গা ডায়েরী”
সুমন হোসেন শাওন
হঠাৎ করে এ হৃদয়ে চলে এলে তুমি,
গোলাপের মত সুগন্ধ ছড়িয়ে
রাঙ্গিয়ে দিলে আমার জীবন।
আমার জীবনে তুমি এলে যেদিন।
সেদিন থেকে একটি করে গোলাপ ডায়েরীতে গেঁথে রাখতাম প্রতিদিন।
তোমাকে পেয়ে, হাজারো স্বপ্ন নিয়ে শুরু করে ছিলাম নতুন জীবন যাপন।
প্রতিটি মুহূর্তে ভাবতাম তোমাকেই আপন।
আমি ছিলাম তোমার ভালবাসায় অন্ধ।
হঠাৎ সুগন্ধ ছড়ানো করে দিলে বন্ধ ।
পাপড়ির মত করে ঝরে গেলে তুমি।
ডায়েরীতে গেঁথে রাখা শুকনো গোলাপ আজ চোখের জলে ভেজাই আমি।