বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং, রাত ৯:৫৪
শিরোনাম :
ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ১৪ বরিশালের দূর্গা সাগরে অষ্টমী পুণ্যস্নান অনুষ্ঠিত তিস্তায় গোসল করতে নেমে শিশুর মৃত্যু বরিশালে কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ্ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত,মুসল্লিদের ঢল ইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়লো ৩৩ শতাংশ আজ রাজপথের অগ্নিকন্যা মনীষা চক্রবর্তীর জন্মদিন বরিশালে বিপুল পরিমাণ জাটকা জব্দ,১৫ জেলের জরিমানা বান্দরবানের সোনালী ব্যাংকের ৬ শাখায় লেনদেন স্থগিত কেএনএফ মাথাচাড়া দিচ্ছে, প্রয়োজনে অভিযান চালাবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট স্থাপনে সম্মত বাংলাদেশ-রাশিয়া

আল জাজিরার লিংক বন্ধের বিষয়টি বিবেচনা করছে ফেসবুক-ইউটিউব

ডেক্সরিপোর্ট  উচ্চ আদালতের নির্দেশনার পর আল জাজিরার লিংক বন্ধ করার বিষয়টি বিবেচনা করছে ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষ। শনিবার আমাদের ই-মেইল করে এমন কথাই তারা জানিয়েছে। ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, এমন কিছু আসতে পারে আমরা আগেই জানতাম। ফলে আমরা তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তখন তারা বলেছিল, এভাবে প্রত্যেকটা কনটেন্ট মনিটর করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা জানিয়েছিল, আদালতের কোনো নির্দেশনা থাকলে তাদের জানাতে, তারা ব্যবস্থা নেবে। আমরা আদালতের নির্দেশের কপি পাঠিয়েছি, এখন তারা বিষয়টি বিবেচনা করছে। আশা করি দ্রুতই তারা সিদ্ধান্ত জানাবে।

এর আগে দুপুরে বিটিআরসি মিলনায়তনে বিটিআরসি, অ্যামটব এবং মোবাইল অপারেটরদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানেমন্ত্রী বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষে মোবাইলে বাংলা ম্যাসেজের খরচ অর্ধেক করা হয়েছে। অর্থাৎ এখন থেকে ২৫ পয়সার বাংলায় এসএমএস করা যাবে। আপাতত গ্রামীণফোন ও টেলিটকের গ্রাহকরা শনিবার থেকেই এই সুবিধা পাবেন। রবি ১৫ মার্চ ও বাংলালিংকের গ্রাহকরা ৩১ মার্চ থেকে এই সুবিধার আওতায় আসবেন।

শনিবার সকাল সাড়ে ১১টায় প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) আয়োজিত এক ওয়েবিনারেও একই তথ্য জানান মোস্তাফা জব্বার। টিএমজিবির আহ্বায়ক মুহম্মদ খানের সঞ্চালনায় ‘প্রযুক্তিতে বাংলা : চাওয়া, পাওয়া ও আকাঙ্ক্ষা’ শীর্ষক এ ওয়েবিনারে জাতিসংঘ টেকনোলজি ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং এসবিকে টেক ভেঞ্চারের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির, দেশের তথ্যপ্রযুক্তি খাতের ব্যবসায়ীদের শীর্ষ চার সংগঠন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিসিএসের সভাপতি শহিদ উল মুনীর, বাক্কোর সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বক্তব্য রাখেন।

বিটিআরসিতে আয়োজিত সেমিনারে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারে সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আফজাল হোসেন, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমানসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, বাংলা ভাষার জন্য রক্ত দিয়ে বাংলাভাষা ভিত্তিক বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর আমাদের নৈতিক দায়িত্ব সর্বত্র বাংলা চালু করা। তিনি মোবাইলে বাংলা এসএমএস এর মূল্য অর্ধেক করায় বিদেশি তিনটি মোবাইল কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার মাতৃভাষা হিসেবে বাংলাকে পৃথিবীর চতুর্থতম মাতৃভাষা হিসেবে উল্লেখ করে বলেন, পৃথিবীর ৩৫ কোটি মানুষের ভাষা হচ্ছে বাংলা।