ডেস্করিপোর্ট চাচা শশুরকে বিয়ের করার দাবিতে দুই সন্তানের জননী মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী অনশন শুরু করেছেন।
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহমদকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এনিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহমদকাঠি গ্রামের হারুন ফকিরের ছেলে মালয়েশিয়া প্রবাসী সবুজ ফকিরের স্ত্রী গত দুইদিন থেকে মোহাম্মদ ফকিরের ছেলে তার (গৃহবধূ) চাচা শশুর বাচ্চু ফকিরকে (২৮) বিয়ে করার দাবিতে তাদের ঘরে অনশন শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত আট বছর ধরে সবুজ ফকির প্রবাসে থাকায় তার স্ত্রীর সাথে বাচ্চু ফকিরের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক থাকায় গত শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ওই প্রবাসীর স্ত্রী তার চাচা শশুর বাচ্চু ফকিরকে বিয়ে করার দাবিতে তার ঘরে অনশন শুরু করেছেন।
ঘটনার পর থেকে বাচ্চু ফকির আত্মগোপন করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।