ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লা-৯ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।
সোমবার ঢাকার ধানমন্ডির কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র বিক্রি উদ্বোধন শেষে তিনি তরিকতের চেয়ারম্যান নজিবুল বশরের হাত থেকে মনোনয়নপত্র ক্রয় করেন।
তরীকতের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র আলহাজ মুহাম্মদ আলী ফারুকী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরীকত ফেডারেশন বিটিএফ মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে (২০ নভেম্বর) প্রায় একশ ফরম বিক্রি হয়েছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বিভিন্ন বিষয়ে সোমবার ধানমন্ডিস্থ কেন্দ্রীয় কার্যলয় বিটিএফ চেয়ারম্যান আলহাজ সৈয়দ বশর মাইজভান্ডারী এমপি’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি বলেন জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকান্ড পরিহার করে ঘোষিত তফসিল অনুযায়ী, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যানে এগিয়ে আসুন।
নজিবুল বশর বলেন, স্বাধীনতার স্বপক্ষে অবস্থান নিয়ে আমরাই প্রথম, সাঈদী, নিজামী ও মুজাহিদ গংদের বিরুদ্ধে মামলা করেছি। জামায়াতের নিবন্ধন বাতিলের মামলাও আমাদেরই করা। এছাড়াও দৃশ্যমান অনেক কাজ আমরা করেছি তাই ১৪ দলীয় জোটনেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিৎ আমাদেরকে যথাযথ মূল্যায়ন করা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, ভাইস চেয়ারম্যান যথাক্রমে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী, ডা. সৈয়দ আবু দাউদ মসনবী হায়দার, যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মুহাম্মদ আলী ফারুকী, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ আলী হোসাইন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কালাম কুতুবপুরী, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ বাহার শিপলু, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়াজী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া, যুগ্ম আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী, যুগ্ম সেচ্চাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, ঢাকা মহানগর সদস্য সচিব মাওলানা কামরুল আহসান প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মাওলানা নোমানসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।