ডেস্ক রিপোর্ট ।। জমি দখলের জের ধরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। পটুয়াখালী বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে শনিবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আশীষ চন্দ্র দাস, অসীম চন্দ্র দাস ও মধুসূদন দাস কে কুপিয়ে গুরুতর আহত করে এবং স্ত্রী সীমা রানী দাস, শুক্লা রানী দাসকে পিটিয়ে অজ্ঞান করেন একই বাড়ির সজীব দাস ,মিঠুন দাস, রাজীব দাস ,রণজিৎ দাস, মৃদুল দাস রাধারানী, মুন্নি সহ অজ্ঞত ৫-৬ জন। আহত সূত্রে জানা যায়, তাদের বাপ-দাদার পৈত্রিক সম্পত্তি মূলে রেকর্ডীয় মালিক আমরা ।
এই জমি তাদের শক্তি বলে ইতিপূর্বে আওয়ামী লীগ সরকার থাকা কালীন অনেক বার দখল করার চেষ্টা করেন। আমরা বাধা দিলে আমাদেরকে নানান ভাবে হারেজমেন্ট ও মারপিট করেন। থানায় মামলা করা হলে স্থানীয় পর্যায়ে মীমাংসা করে বলেন আমরা এই জমিতে আর কোনদিন দখল করতে আসবো না। গতকাল সকাল ৮টার সময় আমাদের এই জমিতে পুনরায় আবার দখল করার চেষ্টা করেন তখন আমরা বাধা দিলে পরিকল্পিতভাবে লাঠি সোটা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আমাদেরকে কুপিয়ে পিটিয়ে যখন করেন।
পরে স্থানীয়রা ঘটনা স্থল থেকে আমাদেরকে উদ্ধর করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থল থেকে আমার ছেলের স্ত্রীর দুইজনের স্বর্ণের দুটি চেইন এবং কানের দুল সহ নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এরা হলো মাদক কারবারি ও সন্ত্রাসী।
সজিব কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজের ভিপি ছিলেন।রাজীব কালাইয়া ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এদের নামে অনেক মামলা হামলার অভিযোগ রয়েছে।
এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন ঘটনা স্থলে পুলিশ গিয়েছিল। উভয় পক্ষে আহত হয়েছেন। এখন পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তাদের প্রতি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।