শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং, রাত ৩:১৮
শিরোনাম :
সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস

পাকিস্তানের আরো ৭ ক্রিকেটার করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  পাকিস্তান ক্রিকেট দলে মঙ্গলবার (২৩ জুন) নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন আরো ৭ জন।

এ নিয়ে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ২৯ সদস্যের মধ্যে, করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১০ জন পাক ক্রিকেটার। যদিও সফর নিয়ে এখনো আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান।

আগামী মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা পাকিস্তানের। দীর্ঘ বিরতি শেষে ফেরার আনন্দে মুখর পাক ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্যে দল ঘোষণাও করা হয়ে গেছে। নিজ দায়িত্বে অনুশীলন শুরু করেছিলেন স্কোয়াডের ক্রিকেটাররা। সফরের পরিকল্পনা, ক্রিকেটারদের প্রস্তুতি সব চলছিল সমানতালে। এসবের অংশ হিসেবেই শুরু হয় ক্রিকেটারদের করোনা টেস্ট।

পরিকল্পনা অনুযায়ী ২৮ জুন ইংল্যান্ডে পা রাখার কথা পাকিস্তান ক্রিকেট দলের। বিমানে চড়ার আগে একবার টেস্ট করার কথা ভাবে দল। আর সেই টেস্ট থেকেই আসছে একের পর এক দু:সংবাদ।

টেস্টের প্রথমদিনে করোনা শনাক্ত হন তিন ক্রিকেটার হারিস রউফ, শাদাব খান ও হায়দার আলী। মঙ্গলবার সেই সংখ্যাটা বেড়েছে। এবার নতুন করে শনাক্ত হয়েছেন আরো সাত ক্রিকেটার। অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, ফখর জামানের সঙ্গে আক্রান্তের তালিকায় আছেন মোহাম্মদ রিজওয়ান, ইমরান খান, কাশিফ ভাটি ও মোহাম্মদ হাসনাইন।

গেল সপ্তাহে ইংল্যান্ড সফরের জন্য ২৯ ক্রিকেটারের নাম ঘোষণা করে পাকিস্তান। স্কোয়াডের দশজনই হলেন আক্রান্ত। এখনো টেস্ট করা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের। এক তৃতীয়াংশ ক্রিকেটারের আক্রান্তের পরও, পিসিবি আশা করছে, নির্ধারিত সময়েই হবে ইংল্যান্ড সফর।

এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেটের সিইও ওয়াসিম খান বলেন, সফরের বিষয়ে আমরা এখনো ইতিবাচক। সূচী অনুযায়ী ২৮ তারিখই দল দেশ ছাড়বে। সৌভাগ্যবশত, টেস্টের জন্য যারা আমাদের পছন্দের তালিকায় আছে, রিজওয়ান ছাড়া অন্য সবাই সুস্থ আছে। এর মানে, রিপোর্ট হাতে পাওয়ার পর ওরা সবাই সফর করতে পারবে এবং নিজেদের মতো অনুশীলনও শুরু করতে পারবে। যারা আক্রান্ত হয়েছে তাদেরকে আমরা নজরদারিতে রাখবো এবং সর্বোচ্চ সহায়তা দিবো। তাদের নেগেটিভ রিপোর্ট আসলে এরপর ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবে।

যারা শনাক্ত হননি তাদের লাহোরে আরেকবার টেস্ট করা হবে। দ্বিতীয় দফা টেস্ট শেষে যারা পুরোপুরি সুস্থ থাকবেন কেবল তারাই, ২৮ জুন বিশেষ বিমানে করে ইংল্যান্ডে উড়াল দেবেন। সফরে তিনটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের।