বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ ইং, সকাল ১০:১৬

নজর কেড়েছে বরিশাল ট্রাফিক ডিসি পত্নী দিলরুবা আলমের ছাদবাগান!

সিহাব তোহা: মানুষের মধ্যে মননশীলতা বাড়াতে ও সামাজিকতা রক্ষায় ফুলের কদর বেড়েই চলছে। বর্তমানে সামাজিক সম্প্রীতি ও সেীহার্দ্যতা বজায় রাখতে ফুল গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। তার পরে যদি আবার বাসা বাড়ীর ছাদে ফুল বাগান গড়ে তোলা যায়, তাহলে তা পরিবেশ রক্ষার সাথে সাথে বাসা বাড়ীকে আরো সেীন্দর্য্য মন্ডিত করে তোলে।

তারই প্রেক্ষিতে অত্যন্ত সুপরিসরে বাসার ছাদে ফুল ও ফলের গাছ লাগিয়ে দৃষ্টিনন্দন ছাদ বাগান করে অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের ডিসি (ট্রাফিক) খাইরুল আলমের স্ত্রী দিলরুবা আলম।

সরজমিনে খোজ নিয়া জানাগেছে,ছাদ বাগানে, নাইট কুইন,ক্যাপসিকাম,চন্দ্র মল্লিকা,নয়ন তারা,লিটল ষ্টার, জারভেরা,জুই,হাসনা হেনা,গ্লাডি ওলাস,অর্কিড,ক্যালেন ডোলা,অপরাজিতা,লিলি,ডালিয়া,জিনিয়া,গজনিয়া, ডায়েন ঠাস,নার্গিস,পুত্তলিকা,স্লোবল,লন্ডমেক্স,পিটুনিয়া,গোলাপ,গাঁদা সহ প্রায় ৬১ প্রজাতির ফুল গাছ রয়েছে।

ফুলগাছের সাথে আরো আছে ড্রাগন,ষ্ট্রবেরী,কলা,আঙ্গুর,আম,আতা,লেবু,বড়ই,বেগুন,মিষ্টি কুমড়া,মরিচ,আখ,ভুট্টা,বরবটি,লাউ,করলা,পুঁই শাক,লাল শাক,পালন শাক,বাঁশ,তুলসী,মেহেদী,এ্যাডেলিয়াম,বনসাই সহ নানা প্রজাতির নজরকাড়া দৃষ্টিনন্দন গাছ।

এ যেন কল্পনার জগতকেও হার মানায়।ডিসি পত্নী দিলরুবা আলম সকাল সংবাদ কে জানান,২০১৮ সালে বরিশাল পলিটেকনিক ইন্সিটিউটের পাশে একটি বাসা নিয়ে বাসার ছাদটি ফুল আর ফলের গাছ লাগিয়ে সাজিয়ে তুলেছেন।

তিনি আরো জানান,ছোটবেলা থেকেই বাগানের প্রতি আকৃষ্ট ছিলেন ,তাই সখের বশে বাসাবাড়িতে ফুল আর ফলের বাগান করে অপরুপ শোভামন্ডিত করে তুলেছেন।

এদিকে, বাসার ছাদে ছাদ বাগানের নানা উপকারিতা তুলে ধরেন বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো: আবদুল হালিম।তিনি জানান, ফুল মানুষের মন ভাল রাখতে সহায়তা করে,মন ভাল থাকলে মনের বিকাশ ঘটে।ফুল মানুষকে মনুষ্যত্ব শেখায়,এ ভাবে নগরীর প্রতিটি বাসা,বাড়ীতে ছাদ বাগান গড়ে তুলতে পারলে সেীন্দর্য্য বর্ধনের পাশাপাশি পরিবেশ রক্ষায় সহায়ক হবে, ভারসাম্য ফিরে আসবে এবং মানুষের পারিবারিক অশান্তি দুর হবে। তাই জনসাধারনকে নিজ উদ্যোগে এ ব্যাপারে উদ্ধুদ্ধ হওয়া উচিৎ।