শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং, সকাল ১১:৩৭
শিরোনাম :
সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস

আগুনে এক হাজার কোটি টাকার ক্ষতির মুখে সেরাম ইনস্টিটিউট

অনলাইন ডেস্ক  পুণের সেরাম ইনস্টিটিউটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ জনের মৃত্যু হয়েছে। বিল্ডিংয়ের ছয়তলা থেকে অগ্নিদগ্ধ দেহগুলি উদ্ধার হয়েছিল।

সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা শুক্রবার জানিয়েছেন,ভ্যাকসিনের কোনও ক্ষতি হয়নি। তবে বিপুল সংখ্যক বিসিজি টিকা নষ্ট হয়েছে। দমকলের ১৫টি ইঞ্জিন বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল।

আগুনে এক হাজার কোটি টাকার ক্ষতির মুখে সেরাম ইনস্টিটিউট

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানান, কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির বিল্ডিংয়ে আগুন লাগেনি। যে ব্লিডিংয়ে আগুন লেগেছিল সেখানে বিসিজি-র ভ্যাকসিন তৈরি হয়। শুক্রবার আদার পুনাওয়ালা জানান, বিসিজির সঙ্গে রোটা ভ্যাকসিনেরও ক্ষতি হয়েছে আগুনে। পুণের মঞ্জরি প্লান্টে বৃহস্পতিবার দুপুরে আগুন লেগেছিল। মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়াবহ আকার নেয়। গোটা এলাকা ঢেকে গিয়েছিল কালো ধোয়ায়। যদিও আগুন লাগার কারণ এখনও স্পষ্ট হয়নি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে’র ভাষ্যমতে, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। তবে কি ষড়যন্ত্র! এই নিয়ে অবশ্য এখনই তিনি কোনও মন্তব্য করতে চাননি। ঠাকরে জানিয়েছেন, তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার আগে কিছু বলা যাবে না। তিনি এদিন আরও জানান, করোনা ভ্যাকসিন তৈরির বিল্ডিং অক্ষত রয়েছে। সেখানে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।