শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং, বিকাল ৩:৪০
শিরোনাম :
সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস

স্মার্টফোন ক্যামেরায় আসছে গরিলা গ্লাস

অনলাইন ডেস্ক  স্মার্টফোনের ডিসপ্লে রক্ষায় নির্মাতা প্রতিষ্ঠানগুলো গরিলা গ্লাসের ব্যবহার করে। তবে এবার স্মার্টফোনের ক্যামেরায়ও নজর দিচ্ছে করনিং। অ্যাপলের আইফোনসহ বিভিন্ন হাই-অ্যান্ড স্মার্টফোনে যেখানে পেছনের ক্যামেরা রক্ষায় স্যাফায়ার ক্রিস্টাল ব্যবহার করা হয়, সেখানে গরিলা গ্লাস ডিএক্স সবচেয়ে ভালো হবে বলে বিশ্বাস করছে করনিং।

জানা গেছে, শুধু ক্যামেরা রক্ষাই নয়, এই গ্লাসে অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং ব্যবহার করা হচ্ছে। ক্যামেরা সেন্সর যে আলো পায় আর এই কোটিংয়ের ফলে সেটি বৃদ্ধি পাবে বলে জানিয়েছি করনিং। করনিং গরিলা গ্লাসের ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ইয়ামিন আমিন বলেন, আমরা ক্যামেরা লেন্স কাভারের জন্য একটি যথাযথ সল্যুউশন তৈরি করেছি। ক্যামেরা লেন্সের জন্য ৯৮ শতাংশ আলো ক্যাপচারিংয়ের মাধ্যমে আমাদের গ্লাস কম্পোজিট হাই-কোয়ালিটি ছবি এবং ভিডিও ধারণ করতে সহায়তা করে।

এ ছাড়া এটি ক্যামেরা ডিজাইনেও পরিবর্তন আনবে। ওয়্যারড জানিয়েছে, করনিংয়ের এই নতুন গরিলা গ্লাস নিয়ে প্রথম এক বা একাধিক ডিভাইস উন্মোচন করতে পারে স্যামসাং। আগামী আগস্টেই এ উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।