শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং, রাত ১০:০১
শিরোনাম :
সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা নেওয়ার হুমকি

অনলাইন ডেস্ক  ওমান সাগরে ইসরাইলি তেহবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সোমবার ইরানকে ওই হুমকি দিয়েছেন। খবর স্পুটনিকের।

ব্লিনকেন বলেন, ওমান সাগরে ইসরাইলি তেহবাহী জাহাজে ইরান যে ড্রোন হামলা চালিয়েছে, তার যথেষ্ট প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে আছে।

যুক্তরাজ্য, ইসরাইল, রোমানিয়া এবং আমাদের অন্য সহযোগীদের নিয়ে আলোচনা করে যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তবে ইরান এ হামলায় সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে।

এদিকে ওমান সাগরে ইসরাইলি তেহবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানকে দায়ী করায় সোমবার তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

এর আগে একই দিন যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে লন্ডন। সোমবার যুক্তরাজ্য ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি রাষ্ট্রদূতকে তলবের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার ওমান সাগরে জাহাজে ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। যদিও এ অভিযোগ নাকচ করেছে তেহরান। ওই হামলায় একজন ব্রিটিশ ও একজন রোমানীয় নাবিক নিহত হন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ হামলার জন্য তেহরানকে দায়ী করে বলেছেন, ইরান যে কাজ করেছে, তার পরিণতি ভোগ করতে হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে তেহরান দ্বিধা করবে না।