শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং, সকাল ৮:১৪
শিরোনাম :
সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস

লেবাননে ইসরাইলি গুপ্তচর গ্রেফতার

অনলাইন ডেস্ক  লেবাননে ইসরাইলি এক গোয়েন্দা সংস্থা মোসাদের এক সদস্য গ্রেফতার হয়েছে।

মোসাদের ওই চরের নাম হুসেইন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম। দেশটির আল-আখবার নামে সোমবার এ খবর প্রকাশ করা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

একে বলা হয়েছে, লেবাননের ওই নাগরিককে তানজানিয়ায় মোসাদ এজেন্টের সঙ্গে বৈঠকের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল। তানজানিয়ায় মোসাদের ওই কর্মকর্তার ছদ্মনাম ছিল আলহাজ সেলিম।

পত্রিকাটি আরও জানায়, লেবাননের ওই নাগরিকের অর্থনৈতিক অবস্থা হঠাৎ করেই পরিবর্তন হয়ে যাওয়ায় প্রতিবেশীদের মনে সন্দেহ জাগে।

তারা বিষয়টি তাদের সামরিক গোয়েন্দা বিভাগকে জানায়। গোয়েন্দা বিভাগ তদন্ত শেষে নিশ্চিত হয় যে সন্দেহভাজন লেবাননের নাগরিক ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছে।

পরে তাকে নিজ গ্রাম আল-গাসানিয়া থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দৈনিক আল-আখবার।

আল-আখবারের খবরে আরও বলা হয়, গ্রেফতার হুসাইনের বাবা এবং চাচারা সবাই হিজবুল্লাহ নেতা। হুসাইন নিজেও একসময় হিজবুল্লাহর যুদ্ধা ছিলেন।

এক হামলায় তিনি মারাত্মক আহত হয়ে ফ্রান্সে চিতিৎসা নিতে যান। সেখানে এক ফরাসি তরুণীর প্রেমে পড়ে তাকে বিয়ে করেন।

পরে তিনি আমদানি-রপ্তানির ব্যবসা শুরু করেন। একপর্যায়ে মুসাদের এজেন্টদের মাধ্যমে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি শুরু করেন।