শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ ইং, বিকাল ৪:৪৮
শিরোনাম :
বাবুগঞ্জে গন অধিকার পরিষদের কমিটি গঠন ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা যুক্তসহ জামায়াতের ১০ প্রস্তাবনা বরিশালে সমন্বিত ট্রাফিক ডিউটি পরিদর্শন করলেন বিএমপি কমিশনার শফিকুল ইসলাম আগৈলঝাড়ায় টেন্ডার ছাড়াই তিন লক্ষ টাকার সরকারি গাছ বিক্রির অভিযোগ বাবুগঞ্জের কৃতি সন্তান কামরুজ্জামানের মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী লাভ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ‘র‍্যাব আর কখনোই গুম-খুনের মতো অন্যায় করবে না’ : র‍্যাব মহাপরিচালক ওবায়দুল কাদের-নানক-হারুনের তথ্য পেলেই গ্রেপ্তার: র‌্যাব ৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা দেবে জামায়াত

বিএনপি নেতা চাঁদ ৫ দিনের রিমান্ডে

ডেস্করিপোর্ট  প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ মে) আবু সাঈদ চাঁদকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক মাহবুব আলমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত পাঁচ দিনের মঞ্জুর করেন।

এর আগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রাইভেটকারে চড়ে পালানোর সময় গ্রেপ্তার করা হয়। এদিন দুপুর ১২টায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদরদফতরে সংবাদ সম্মেলনে এ কথা জানান রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। গত রোববার আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে পুঠিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।