শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ ইং, রাত ৮:৩৬
শিরোনাম :
বাংলাদেশের পণ্যবাহী চার জাহাজ আটকে রেখেছে আরাকান আর্মি চট্রগ্রামের বার আউলিয়া হাইওয়ে থানা পরিদর্শন করলেন এডিশনাল ডিআইজি খাইরুল আলম কুমিল্লায় পস মেশিনে ট্রাফিকের জরিমানা পরিশোধে কিউ আর কোড ব্যবহার শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত মহাসড়কে চাঁদাবাজি ও দুর্ঘটনা রোধে খাঁটিহাতা হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত পারিবারিক জিনগত কারণে দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি, তিনজনকে পুলিশে সোপর্দ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে থাকছেন না মিশেল ওবামা যুদ্ধবিরতি ঘোষণার পরেও গাজায় ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৪০ বক আর বুনোহাঁস খাওয়া দুই ভ্লগারকে খুঁজছে বন বিভাগ পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে কমিশন: আইজিপি

বাবুগঞ্জে গন অধিকার পরিষদের কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট ।। গন অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রানা আহমেদ কে আহবায়ক ও মাছুম হাওলাদার কে সদস্য সচিব করে গন অধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি মো শামিম রেজা সেক্রেটারি এইচ এম হাসান স্বাক্ষরিত দলীয় প্যাডে এই ঘোষনা দেওয়া হয়।

৮ অক্টোবরে সোস্যাল মিডিয়ায় প্রকাশ করা সার্কুলারে যুগ্ম আহবায়ক ৬জন যুগ্ম-সচিব ৭ জন এবং কার্যনির্বাহী সদস্য করা হয়েছে ৯ জন কে।

৬ জন যুগ্ম আহবায়কের মধ্যে রযেছেন রেজাউল করিম মিলন,শওগত হোসেন,রেজাউল খান, মাছুম বিল্লাহ,রায়হান , আলমগীর হোসেন।

যুগ্ম-সচিব রযেছেন কল্লোল হোসেন মৃধা,জুয়েল আকন , হারুন শেখ,রেজাউল করিম (রিপন),কালাম খান,রিয়াদ , মোঃ মিজানুর রহমান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রযেছেন
হারুন শিকদার,জামাল ঘরামী,আলী হোসেন৷আলাউদ্দিন,
মিজান হাওলাদার,মো জাহাঙ্গীর,সোহেল হাওলাদা,এনামুল হক,হারুন ব্যাপারী।