ডেস্ক রিপোর্ট ।। গন অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার২৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
রানা আহমেদ কে আহবায়ক ও মাছুম হাওলাদার কে সদস্য সচিব করে গন অধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি মো শামিম রেজা সেক্রেটারি এইচ এম হাসান স্বাক্ষরিত দলীয় প্যাডে এই ঘোষনা দেওয়া হয়।
৮ অক্টোবরে সোস্যাল মিডিয়ায় প্রকাশ করা সার্কুলারে যুগ্ম আহবায়ক ৬জন যুগ্ম-সচিব ৭ জন এবং কার্যনির্বাহী সদস্য করা হয়েছে ৯ জন কে।
৬ জন যুগ্ম আহবায়কের মধ্যে রযেছেন রেজাউল করিম মিলন,শওগত হোসেন,রেজাউল খান, মাছুম বিল্লাহ,রায়হান , আলমগীর হোসেন।
যুগ্ম-সচিব রযেছেন কল্লোল হোসেন মৃধা,জুয়েল আকন , হারুন শেখ,রেজাউল করিম (রিপন),কালাম খান,রিয়াদ , মোঃ মিজানুর রহমান।
এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের মধ্যে রযেছেন
হারুন শিকদার,জামাল ঘরামী,আলী হোসেন৷আলাউদ্দিন,
মিজান হাওলাদার,মো জাহাঙ্গীর,সোহেল হাওলাদা,এনামুল হক,হারুন ব্যাপারী।