সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ ইং, সকাল ১০:৫৭
শিরোনাম :
ববিতে শিক্ষকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন উজিরপুরে পানের ন্যায্য মূল্য, প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের দাবীতে সমাবেশ দুমকিতে টাইফয়েড কর্মসূচি জোরদার,স্কুল পর্যায়ে টিকাদানের হার ৯৪% সাত মাসেও প্রকাশ হয়নি ফলাফল, দুর্ভোগে ববি’র শিক্ষার্থীরা পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ,৫ লক্ষাধিক টাকার ক্ষতি ফ্যাসিবাদী আমলে একটি দল মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতো:ডাকসু ভিপি স্ত্রী-সন্তানসহ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড,বিচার করতে হবে ১২০ দিনে বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ” রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বলন ” অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল ইসি

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে দুই উপজেলায় শীতবস্ত্র বিতরণ

মো:মিলন হাওলাদার ।। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে বরিশাল জেলার দুই উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার(২২ জানুয়ারী) দুটি পৃথক অনুষ্ঠানে মোট ৫০টি শীতবস্ত্র প্রদান করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

সভাপতিত্ব করেন বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনুষ্ঠানটি বিকেল ৩টায় বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, বরিশাল সদর উপজেলায় আয়োজিত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মো. আলামিন হাওলাদার। এ অনুষ্ঠানটি দুপুর ১২টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার এই উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শীতকালীন সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উভয় অনুষ্ঠানে বক্তারা মানবিক দায়বদ্ধতা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।