মো:মিলন হাওলাদার ।। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্যোগে বরিশাল জেলার দুই উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার(২২ জানুয়ারী) দুটি পৃথক অনুষ্ঠানে মোট ৫০টি শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
বাবুগঞ্জ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
সভাপতিত্ব করেন বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অনুষ্ঠানটি বিকেল ৩টায় বাবুগঞ্জ পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, বরিশাল সদর উপজেলায় আয়োজিত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মো. আলামিন হাওলাদার। এ অনুষ্ঠানটি দুপুর ১২টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার এই উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শীতকালীন সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উভয় অনুষ্ঠানে বক্তারা মানবিক দায়বদ্ধতা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।