শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং, বিকাল ৩:২৬
শিরোনাম :
সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস

আসরের সেরা প্লেয়ার লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক  দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে শেষ হলো কোপা আমেরিকা। ২৮ বছরের অপেক্ষা শেষে চ্যাম্পিয়ন ট্রফিটা উঠলো আর্জেন্টিনার হাতে। দলীয় অর্জন ছাড়াও ব্যক্তিগত অর্জনের দিক দিয়েও এগিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা।

ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল দি মারিয়া। ম্যাচের জয়সূচক গোলটি আসে তার পা থেকে।

টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন আর্জেন্টিনার এমি মার্টিনেজ। মাত্র মাসখানেক দলের হয়ে অভিষেক হওয়া এই গোলকিপার এনে দিলেন দীর্ঘ অপেক্ষার ট্রফি। কলম্বিয়ার বিপক্ষে পেনাল্টি ঠেকিয়ে বনে যান হিরো। ব্রাজিলের বিপক্ষেও বেশ কয়েকটি দুর্দান্ত সেইভ করেছেন তিনি।

আসরের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ৪ গোল আর ৫ অ্যাসিস্টে আসর রাঙিয়েছেন। দলকে ট্রফি এনে দিয়েছেন।

আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটাও গেছে আর্জেন্টাইন সুপারস্টারের দখলে।