রবিবার, ৫ই মে, ২০২৪ ইং, রাত ৯:২৯
শিরোনাম :

করোনা বিজয়ী পুলিশ যোদ্ধাদের তৃতীয়বারের মতো সংবর্ধনা দিলেন বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশ(বিএমপি)’র কমিশনার শাহাবুদ্দিন খান বলেছেন,তোমরা যারা করোনা যুদ্ধে বিজয়ী হয়ে এসেছ, তাদের কাছে আমার আহবান থাকবে করোনা কালীন সময়ে তোমাদের যে অভিজ্ঞতা হয়েছে, সেটা সবার সাথে শেয়ার করবে। করোনা যুদ্ধে যারা বিজয়ী হয়েছে, তাদের দেহে এন্টিবডি তৈরি হয়েছে। তারা তাদের রক্তের প্লাজমা দিয়ে অন্যকে বাঁচানোর জন্য সর্বদা মানব সেবায় এগিয়ে আসবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর ড্রিল সেড এ করোনা বিজয়ী ৭৪ পুলিশ সদস্যকে কাজে যোগদানের পূর্বে তৃতীয়বারের মতো সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন,মুজিববর্ষে বাংলাদেশ পুলিশের যে অঙ্গীকার ছিল, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে আমরা আমাদের সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে নিয়েছি ।এ সময় তিনি পুলিশকে আরও শৃঙ্খলার সাথে দুর্নীতি মুক্ত মানবিক হয়ে কাজে যোগদানের আহবান

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই বিএমপি কমিশনার,মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম(বার) করোনা যুদ্ধে বিজয়ী অফিসার ইনচার্জ বিএমপি বন্দর থানা মোঃ আনোয়ার হোসেন তালুকদার সহ বিজয়ী পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সকলের হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে,করোনা যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সহকারী পুলিশ কমিশনার ফোর্স এন্ড ট্রাফিক বিএমপি মোঃ মাসুদ রানা’র সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার, প্রলয় চিসিম,উপ-পুলিশ কমিশনার সদর-দপ্তর বিএমপি আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম , উপ-পুলিশ কমিশনার ডিবি বিএমপি মোঃ মনজুর রহমান পিপিএম-বার ,বিভাগীয় প্রধান ডাঃ জগদীশ মিস্ত্রি।