শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং, রাত ১১:২৫
শিরোনাম :
আসছে তিনদিনের ‘হিট অ্যালার্ট’ বাংলাদেশসহ ৬ দেশে ৯৯ হাজার টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু বরিশালে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে ‘শিক্ষায় রুপান্তর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মাহবুব হোসেন সিএমএইচে ভর্তি

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেনকে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

তিনি জানান, গত ৭ অক্টোবর সচিব মো. মাহবুব হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হন। তিনি এতদিন নিজ বাসায় চিকিৎসা নিয়েছেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।