রবিবার, ৫ই মে, ২০২৪ ইং, সন্ধ্যা ৬:২৮
শিরোনাম :

নড়াইলে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক চারটি অভিযানে ১৪৮ পিস ইয়াবা ও চিকিৎসকসহ গ্রেফতার-৭

উজ্জ্বল রায়,নড়াইল জেলা প্রতিনিধি:নড়াইলে থানা পুলিশের পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে চিকিৎসা ও ওষুধ বিক্রির আড়ালে দীর্ঘদিন মাদক বেচাকেনা ১৪৮ পিস ইয়াবা ও পনের গ্রাম গাঁজাসহ ৭ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ সুত্রে জানা গেছে, নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)’র গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ছয়টার দিকে থানার পুলিশ এসআই আতিকুজ্জামানের নেতৃত্বে এসআই মিল্টন কুমার দেবদাস ও এএসআই জাহিদুল ইসলাম বাজার মুরগী পট্টি থেকে ৫০ পিস ইয়াবাসহ নড়াইলের কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের শাহিন শেখের ছেলে সাজ্জাদ শেখকে আটক করেন।

পরে তার স্বীকারোক্তিতে নড়াইলের লক্ষ্মীপাশা ইউনিয়নের ঝিকড়া গ্রাম থেকে সবুর শেখের ছেলে তরিকুল শেখকে ২ পিস ইয়াবাসহ এবং তার সহযোগী নড়াইলের পদ্মবিলা গ্রামের আব্দুল হকের ছেলে সোহাগ শেখকে আটক করেন।

অপরদিকে এসআই সবুরের নেতৃত্বে এএসআই হাসিবুর রহমান ও কাজল হোসেন নড়াইলের দিঘলিয়া বাজারে অবস্থিত সরদার ফার্মেসীতে অভিযান চালিয়ে নড়াইলের দিঘলিয়া গ্রামের মৃত বোরহান সরদারের ছেলে গ্রাম্য চিকিৎসক মজনু সরদারকে ৪১ পিস এবং একই গ্রামের ওহিদুজ্জামান খানের ছেলে জুবায়ের খানকে ২৫পিস ইয়াবাসহ আটক করে। অপর অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ পৌর এলাকার পারছাতরা গ্রামের মোক্তার জমাদ্দারের ছেলে আসলাম জমাদ্দারকে আটক ও এসআই আবু বকরের নেতৃত্বে এএসআই কাজল হোসেন ও হাসিবুর রহমান অভিযান চালিয়ে পৌর এলাকার নড়াইলের মোচড়া উত্তরপাড়ার মৃত কাউছার মোল্যার ছেলে মনির মোল্যাকে নড়াইলের মদিনাপাড়া থেকে সন্ধ্যা ছয়টার দিকে ৩০ পিস ইয়াবাসহ আটক করেন।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জানান এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। এছাড়াও থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম,ছয় জুয়াড়ি ও ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ওই ঘটনায় জুয়া ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, দিবাগত রাত ১১টার দিকে নড়াইলের কালিয়া থানার একদল পুলিশ জেলার বেন্দা গ্রামের আকবর মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে ৭হাজার ৮৯৫টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়াও নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের উকিল মোল্যার ছেলে রফিকুল মোল্যা (৪৫),একই গ্রামের সুনিল রায়ের ছেলে উদয়শংকর রায় (৩০),ও মৃত শরীয়াতুল্লার ছেলে ছিদ্দিকুর রহমান (৫০), বড়নাল গ্রামের মৃত রাজ্জাক মল্লিকের ছেলে রবি মল্লিক(৪৫), রামনগর গ্রামের মৃত রবীন্দ্র নাথ বিশ্বাসের ছেলে নির্মল বিশ্বাস (৪০) ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ফুকরা মেছধামা গ্রামের মৃত আলী মিয়া সরদারের ছেলে গফ্ফার সরদারকে (৫০) আটক করেছে। অপরদিকে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে একই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বড় নড়াইলের কালিয়া খেয়াঘাট থেকে ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ নড়াইলের কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মৃত ইন্তাজ মোল্যার ছেলে মাদক ব্যবসায়ী নান্নু মোল্যাকে (৩৮) আটক করেছে।

পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), আরো জানান নড়াইলের সকলকে, ইয়বা, জঙ্গি, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে সকলকে কঠোর নজরদারি রাখার জন্যও নির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, পুলিশ ক্ষমতার বলে কাউকে কোনো প্রকার হয়রানি না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তাকে কঠোর শাস্তি পেতে হবে বলেও হুশিয়ারি প্রদান করেন।