শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ ইং, রাত ৯:২৯
শিরোনাম :
ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান বরিশাল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ অনুসারীদের হামলায় কৃষক লীগ নেতা রক্তাক্ত কুমিল্লা-৯ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র জমা কারও কথায় নির্বাচনী ট্রেন থামবে না: ওবায়দুল কাদের সংসদ নির্বাচনে ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে: ইসি সচিব ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ইসরায়েলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে: জাতিসংঘ আরেক দফায় বেড়েছে সোনার দাম,ভরি প্রায় ১ লাখ ১০ হাজার টাকা পিটার হাসকে হত্যার হুমকি: আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর মনোনয়নপত্র দাখিল

অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরালেন বিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল মেট্রোপলিটন পুলিশে অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়েছেন বিএমপি কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার)।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ২ টার দিকে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানান ও র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম (বার) অ্যাডিশনাল ডিআইজি পদে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে র‍্যাংক ব্যাজ অলংকৃত করেছেন।

এ সময় পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার) পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশ ও জনগণের কল্যাণে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গিকার ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার (উত্তর) বি এম আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম,অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মুহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবারের সদস্যগণ।