ডেস্ক রিপোর্ট ।। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবী আদায়ে ও নির্বাচন কমিশন ঘোষিত একতরফা তফসিল প্রত্যাখান করা সহ অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আটক সকল নেতা কর্মীদের মুক্তির দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দল পৃথকভাবে ঝটিকা মিছিল করেছে।
সোমবার (২০) নভেম্বর হরতালের দ্বিতীয় দিন নগরীর বান্দরোডে সকাল সাড়ে ৯টায় পিকেটিং মিছিল করেছে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে বিএনপি সমর্থকবৃন্দ।
অপরদিকে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবীর জাহিদের নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু সহ স্বেচ্ছাসেবকদল নগরীর বটতলা নবগ্রাম সড়কে দুপুর সাড়ে ১২টায় পিকেটিং মিছিল করে। এছাড়া মহানগর মৎস্যজীবী দল দুপুরে নগরীর ভাটারখাল এলাকায় পিকেটিং মিছিল করে।অন্যদিকে বরিশঅল জেলা ছাত্রদল সোহেল রাঢ়ির নেতৃত্ব হরতাল সমর্থনে মিছিল করে।
এদিকে নগরীর অভ্যন্তরীন যানবাহন চলাচল করা সহ অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিক ভাবে খোলা ছিল। অন্যদিকে বরিশাল নৌ-বন্দরে যাত্রী সংকটের কারনে অভ্যন্তরীন রুটের অধিকাংশ লঞ্চ ঘাটে বাধা ছিল।
অন্যদিকে নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকা-খুলনা রুটের দুরপাল্লার যাত্রীবাহি বাস আগের মত চলাচল করতে দেখা যায়নি।
যাত্রীদের কাছ থেকে অভিযোগ উঠেছে বাস টার্মিনাল থেকে ঢাকার কথা বলে কিছু কিছু বাসগুলোতে যাত্রী উঠিয়ে পরবর্তীতে তারা ঢাকা না গিয়ে গৌরনদী,মাদারীপুর এলাকায় নামিয়ে দেয়ার কারনে যাত্রীদের চরম দূর্ভোগে পরতে হচ্ছে।
এদিকে হরতাল উপলক্ষে বরিশাল নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ নিয়ন্ত্রন রাখার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।