রবিবার, ১৯শে মে, ২০২৪ ইং, সকাল ৯:৪৫
শিরোনাম :
জো বাইডেনের ভুয়া উপদেষ্টা হাজিরকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট বরিশালে এপিবিএন পুলিশের কার্যালয়ে “এপিবিএন নার্সারীর” শুভ উদ্ধোধন দুমকি উপজেলা নির্বাচনে মাল্টা কাওসার এর হামলার স্বীকার আনারস কর্মী দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, গরমে বাড়তে পারে অস্বস্তি দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন বরিশাল সহ ৫ বিভাগে আবারও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কনডেম সেলে বন্দি রাখা নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

বরিশালে সর্বজনীন পেনশন মেলার শুভ উদ্ধোধন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ মে) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী ।

বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মনদীপ ঘরাই,বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতিক, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন এনজিও সমন্বয়ক কাজী জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সম্মানিত ইমাম, শিক্ষক, শ্রমিক,খেলোয়াড়, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বেলুন ফেস্টুন এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।

পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা সর্বজনীন পেনশন এর বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় ১৩ টি স্টল অংশ গ্রহন করে।