ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধা বঞ্চিত নারী জেলেদের জীবন মানের উন্নয়ন ও ক্ষমতায়ন শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় বরিশাল নগরীর সিএন্ড বি রোড সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার।বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক,বীর প্রতীক,সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা।
সভায় সভাপতিত্ব করেন সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী।সভায় স্বাগত বক্তব্য রাখেন,প্রকল্প সমন্বয়ক সিরাজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বরিশাল সদর উপজেলার নারী জেলেদের বিশেষ করে মানতা নারীদের সক্ষমতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ , নিরাপদ কর্মসংস্থান এবং আর্থ -সামাজিক উন্নয়নে কাজ করবে।প্রতিটি নারী জেলের জন্য আইনি স্বীকৃতি এবং জাতীয় পরিচয়পত্র প্রদান নিশ্চিত করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ম্যাপ নির্বাহী পরিচালক শুভংকর চক্রবর্তী,সানএইড এর প্রোগ্রাম অফিসার পলি আক্তার,চরবাড়িয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শামিম আহমেদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।