সোমবার, ৫ই মে, ২০২৪ ইং, রাত ২:৩৪
শিরোনাম :

বরিশাল বাঘিয়া মাদ্রাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক  নানা আয়োজনে বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শুক্রবার ২১ফেব্রুয়ারি সকালে শহীদ মিনারে ফুল দেয়ার পর সকাল ১০ টায় মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিয়ে শহীদদের স্মরনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়।

এর আগে সকাল ৯টায় রচনা, আবৃত্তি ও বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আ: রব এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাদ্রাসার শিক্ষক মাও: খলিলুর রহমান,মো: শওকত হাসান,মাও: মুনিরুজ্জামান খান প্রমুখ।

অনুষ্ঠানে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বক্তারা বলেন,বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি দেয়ার দাবী জানাতে গিয়েই শহীদরা শাহাদাৎ বরন করেছেন।তাদের এ মহান আত্নত্যাগের কথা বাঙ্গালী জাতি সারা জীবন মনে রাখবে। মূলত ভাষা শহীদদের কারনেই আজ আমরা মায়ের ভাষা বাংলা ভাষায় কথা বলতে পারছি।এ সময় বক্তারা দেশের সর্বসাধারনের বোঝার সুবিধার্থে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় বাংলায় লেখার দাবী জানান।