রবিবার, ৫ই মে, ২০২৪ ইং, বিকাল ৩:১৬
শিরোনাম :

রাবিতে নাট্যশিল্পী আজিজুর রহমান নাট্যপদক পেলেন আজম হোসেন

রাবি প্রতিনিধি  রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আজম হোসেন নাট্যশিল্পী আজিজুর রহমান নাট্যপদক পেয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ একাডেমিক ভবনের সামনে আয়োজিত নাট্যপদক প্রদান অনুষ্ঠানে এ পদক তুলে দেন আজিজুর রহমানের পুত্র বাংলা একাডেমি সহকারী পরিচালক ড.আমিনুর রহমান সুলতান এবং পুত্রবধূ। নাটক রচনা, নির্দেশনা, নাট্যাভিনয়ের জন্য তাঁকে এই পদক দেওয়া হয়। বাংলা বিভাগ এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি আপেল আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক।

অনুষ্ঠানে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি আপেল আব্দুল্লাহ বলেন, আমরা দ্বিতীয় বারের মতো নাট্যপদক প্রদান অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের এই প্রয়াস বিশ্ববিদ্যালয়ে নাট্যচর্চাকে আরও বেগবান করবে।
জানতে চাইলে নাট্যপদক প্রাপ্ত আজম হোসেন অনুভূতি ব্যক্ত করে বলেন, আজিজুর রহমান নাট্যপদক হাতে পেয়ে খুব ভালো লাগছে। নাট্যচর্চাকে ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে আজমকে নাট্যজন সম্মাননা স্মারক, সনদ ও অর্থমূল্য প্রদান করা হয়।

সেলিম আল দীনের কীর্তনখোলা নাটকের অভিনয়ের সুবাদে আজমের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে মঞ্চাভিনয়ের হাতে খড়ি হয়েছিল। এরপর তিনি কাজ করেছেন ছোট-বড় ২৩টি নাটকে। নিপুণ অভিনয়শৈলীর দক্ষতার পাশাপাশি দেশের সাংস্কৃতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন তিনি। বর্তমানে বাংলাদেশ বেতার রাজশাহীর নির্বাচিত নাট্যশিল্পী হিসেবে কাজ করছেন তিনি। এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।