শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং, সকাল ৮:৫৬
শিরোনাম :
সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস

ছয় পদে লোক নেবে ডাচ্‌–বাংলা ব্যাংক

ছয়টি ভিন্ন পদে লোক নেবে ডাচ্‌–বাংলা ব্যাংক। এ–সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি আজ সোমবার প্রথম আলোর ৩ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়েছে। এসব পদে ২১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুয়ায়ী, ডেপুটি হেড অব আইটি অপারেশন, ডেটাবেইস অ্যাডমিনিস্ট্রেটর, সিস্টেম অ্যানালিস্ট, অ্যাডমিনিস্ট্রেটর (সিস্টেম), অ্যাডমিনিস্ট্রেটর (স্টোরেজ) ও নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হবে।

ডেপুটি হেড অব আইটি অপারেশন পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ থেকে ২০ বছরের অভিজ্ঞতা, বড় প্রতিষ্ঠানে ডেপুটি হেড অব আইটি পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য পদের জন্য বড় প্রতিষ্ঠানে ৭ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের কম্পিউটার প্রকৌশল বিষয়ে এমএসসি বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে দক্ষ হতে হবে। ২১ মার্চের মধ্যে বয়স হতে হবে ৫০ বছর।

আগ্রহীদের ডাচ্‌–বাংলা ব্যাংকের ওয়েবসাইটের ( https://app.dutchbanglabank.com/Online_Job/) মাধ্যমে যথাযথ নির্দেশনা অনুসারে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে।