বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং, সন্ধ্যা ৬:১১
শিরোনাম :
আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত বাংলাদেশকে বন্যা নিয়ন্ত্রণে ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বরগুনায় নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৪৭

বরগুনা প্রতিনিধি  বরগুনায় নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৪৭ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, আক্রান্তদের মধ্য ১১ জন পুলিশ সদস্য রয়েছেন। এদের মধ্য বরগুনা সদরে ১০ জন এবং আমতলী থানায় ১ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৭৩ জন আর নারী ৭৪ জন। সুস্থ হয়েছেন ১৯৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৬১ জন।

জেলার সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। বরগুনায় সংক্রমণের সংখ্যা বেড়ে চলছে। জোনভিত্তিক লকডাউন অনুমতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।