সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ ইং, সকাল ১১:২৪
শিরোনাম :
ববিতে শিক্ষকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন উজিরপুরে পানের ন্যায্য মূল্য, প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের দাবীতে সমাবেশ দুমকিতে টাইফয়েড কর্মসূচি জোরদার,স্কুল পর্যায়ে টিকাদানের হার ৯৪% সাত মাসেও প্রকাশ হয়নি ফলাফল, দুর্ভোগে ববি’র শিক্ষার্থীরা পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ,৫ লক্ষাধিক টাকার ক্ষতি ফ্যাসিবাদী আমলে একটি দল মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতো:ডাকসু ভিপি স্ত্রী-সন্তানসহ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড,বিচার করতে হবে ১২০ দিনে বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ” রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বলন ” অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল ইসি

তিন সন্তানকে আবারও বিয়ে করলেন সানি লিওন

অনলাইন ডেস্ক ।। বলিউড অভিনেত্রী সানি লিওন আবারও বিয়ে করলেন। তাও আবার মালদ্বীপের সমুদ্র সৈকতে গিয়ে তিন সন্তানকে কোলে নিয়েই বিয়ের আসরে বরের গলায় মালা দিলেন তিনি।

তবে সানি লিওন অন্য কোন পুরুষকে নয় এতদিনের জীবনসঙ্গী ড্যানিয়েলকেই নতুন করে বিয়ে করেছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই আবারও বিয়ের বন্ধনে নিজেকে বেঁধে নিয়েছেন সানি লিওন। এ দম্পতির সাজানো বিয়েতে পাশে ছিল তাদের তিন সন্তান নিশা, নোয়া ও আশের।

জানা যায়, সানি-ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন তারা। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল তাদের।

সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর ফের বিয়ে করলেন সানি-ড্যানিয়েল।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না এ অভিনেত্রী।

বহু বছর আগেই পর্ন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সানি। তবুও নীল ছবির ট্যাগ যেন তার শরীর থেকে সরছে না। মাঝেমধ্যেই অতীত যেন তাড়া করছে অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর গলায় শোনা যায় সেই অভিমান। তিনি স্পষ্ট জানান, তার মা এখনও তাকে ঘৃণা করেন!

অভিনেত্রী বলেন, ‘আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন পর্ন দুনিয়াতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়।

আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। এ ঘটনার পর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। বলা যায়. আমাকে একপ্রকার ঘৃণা করেন।