ডেস্ক রিপোর্ট ।। ভোগান্তি কমাতে তাৎক্ষণিকভাবে ট্রাফিকের জরিমানা পরিশোধের জন্য কুমিল্লা হাইওয়েতে POS মেশিনে বাংলাদেশ ব্যাংকের কিউআর (QR) ব্যবহার শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) সকাল সাড়ে ১১টায় এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর সভাপতিত্বে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও সিলেট রিজিয়নে কর্মরত পুলিশ অফিসারদের POS মেশিন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক সহ বাংলাদেশের অন্য কোন মহাসড়কে কোন অপরাধের কারণে গাড়িতে প্রসিকিউশন দেওয়া হলে পূর্বে হাইওয়ে পুলিশ কর্তৃক ব্যবহৃত POS মেশিন ও এর সফটওয়্যার দ্বারা শুধুমাত্র UCB ব্যাংকের upay apps ব্যবহার করে জরিমানার টাকা পরিশোধ করা যেত এবং এই ইউসিবি ব্যাংকের উপায় এপস এর এজেন্ট পয়েন্ট খুজে বের করে ট্রাফিক প্রসিকিউশনের জরিমানার টাকা পরিশোধ করতে সংশ্লিষ্ট লোকজনদের খুবই কষ্ট হত। বিষয়টি অনুধাবন করে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি ও অতিরিক্ত দায়িত্বে সিলেট রিজিয়ন মো: খাইরুল আলম সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে জনগণের ভোগান্তি কমাতে তাৎক্ষণিকভাবে ট্রাফিকের জরিমানা পরিশোধের জন্য হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও সিলেট রিজিয়নের সকল POS মেশিনের সফটওয়্যার আপগ্রেড করা হয় ; যার ফলশ্রুতিতে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বাংলা (Bangla QR) কিউআর ব্যবহার করে খুব সহজেই তাৎক্ষণিক সময়ে (instant) ভুক্তভোগীরা জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এই সফটওয়্যার আপগ্রেড করার কারণে বিকাশ, মোবাইল ওয়ালেট এবং ২১ টি অনলাইন ব্যাংকিং এপস ছাড়াও বাংলাদেশের প্রায় সকল ব্যাংকের ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ন্যাশনাল পেমেন্ট সুইফট অব বাংলাদেশ মোট ৫৬টি সহ সর্বমোট ৭৮টি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বর্তমানে ট্রাফিক প্রসিকিউশন জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। আর এই সকল জরিমানার টাকা কমিউনিটি ব্যাংকের Q Cash পেমেন্ট চ্যানেল ব্যবহার করে যথাযথ প্রক্রিয়ায় সরকারি কোষাগারে জমা হবে। এসময়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম বলেন, হাইওয়ে পুলিশের সেবার মান বৃদ্ধি করাসহ পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, ভুক্তভোগীরা তাৎক্ষণিক ব্যক্তিগত ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট, অনলাইন ব্যাংকিং এপস, ন্যাশনাল পেমেন্ট সুইফট অব বাংলাদেশ, বিকাশ QR স্কান করে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন বিধায় কোন এজেন্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই এবং তাৎক্ষণিক পেমেন্ট হওয়ায় তাৎক্ষণিক সকল ডকুমেন্টস ডেলিভারি দেওয়া হবে। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রেই ডকুমেন্টস আটক রাখার প্রয়োজন পড়বে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জিয়া উদ্দিন আহমেদ, এসিট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ব্রাঞ্চ ম্যানেজার কমিউনিটি ব্যাংক কুমিল্লা, মো: আমিরুল ইসলাম, ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ম্যানেজার ডিজিটাল পেমেন্ট আইসিটি ডিভিশন, কমিউনিটি ব্যাংক ঢাকা, সামসুল হক হান্নান, অফিসার আইসিটি ডিভিশন, কমিউনিটি ব্যাংক ঢাকা, মো: হাফিজুর রহমান, ডেপুটি চিফ অপারেশন অফিসার ও আইটি কনসালট্যান্ট, পিএলসি ঢাকা, মো: সোহেল রানা, ম্যানেজার পজ ডিপার্টমেন্ট, আইটি, পিএলসি ঢাকা, হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও সিলেট রিজিয়নে কর্মরত POS মেশিন ব্যবহারকারী পুলিশ অফিসার বৃন্দ এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।