মো: রাকিবুল হাসান,দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি ।। পটুয়াখালী জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ‘জুলাই ২৪’ আন্দোলন অভ্যুত্থানের শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। শহীদদের বীরত্বগাথা ও আত্মত্যাগের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা শহরের প্রাণকেন্দ্রে গড়ে ওঠা এই স্মৃতিস্তম্ভ ভবিষ্যতে পটুয়াখালী জেলার মুক্তিকামী জুলাই শহীদদের সংগ্রাম ও ত্যাগের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় সংশ্লিষ্টরা। তারা জানান, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভটি শুধু একটি স্থাপনা নয়, এটি হবে ২৪এর জুলাই বিপ্লব আন্দোলনের চেতনাকে ধারণ ও লালন করার এক অনন্য নিদর্শন।
পটুয়াখালী জেলার মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধাদের প্রত্যাশা, এই স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে ‘জুলাই ২৪’ আন্দোলনের শহীদদের স্মৃতি চির অম্লান থাকবে এবং নতুন প্রজন্ম দেশপ্রেমে উজ্জীবিত হবে।
পটুয়াখালী জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক মো: নাবিন আহমেদ বলেন, আমাদের জুলাই২৪ এর সহযোদ্ধারা জীবন দিয়ে ফ্যাসিস্ট এর বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাদের সেই আত্মত্যাগের ইতিহাস যাতে বিস্মৃত না হয়, সেজন্য এই স্মৃতিস্তম্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস হবে।
জুলাই যোদ্ধা সংসদের জেলা সদস্য সচিব আবু হানিফ আরিয়ান বলেন, এই স্মৃতিস্তম্ভ শুধু একটি নির্মাণকাজ নয়, এটি হবে জুলাই ২৪ আন্দোলনের চেতনার প্রতীক। আমাদের লক্ষ্য -বর্তমান তরুণ প্রজন্ম জুলাই শহীদ ও মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধাদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উজ্জীবিত হবে এবং দেশের জন্য কাজ করবে।
গলাচিপা উপজেলার মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা এমরান হোসেন বলেন, “আমরা যারা জুলাই আন্দোলনে জীবন বাজি রেখে লড়েছি, তাদের আত্মত্যাগের স্বীকৃতি আজ এই স্মৃতিস্তম্ভে প্রতিফলিত হচ্ছে।জুলাই শহীদদের স্মৃতি অমর করার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। নতুন প্রজন্ম যখন এই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়াবে, তখন তারা ২৪এর জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনের কথা স্মরণ করবে এবং দেশপ্রেমে উজ্জীবিত হবে। এটাই হবে আমাদের প্রকৃত প্রাপ্তি।”
অতিরিক্ত জেলা প্রশাসক মহসিন উদ্দিন বলেন,”এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।এই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কিংবা কেন্দ্রীয় ব্যাপার।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড: মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এ ‘প্রতিবেদক’কে বলেন,জুলাই বিপ্লবে শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে দেশের প্রতিটি জেলায় শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীতেও শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ শেষপর্যায়ে রয়েছে।