বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং, সকাল ১১:৩৬
শিরোনাম :
সাংবাদিকদের লেখনীর কারণেই জবাবদিহিতা সৃষ্টি হয় :বাবুগঞ্জে সদ্য যোগদানকৃত ইউএনও আমাকে একটি সেলে ফাঁসির আসামির সঙ্গে রাখা হয়েছে বরিশালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরষ্কার বিতরণ বরিশালে এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর প্রতিষ্ঠা ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত রাজশাহী ভারতীয় সহকারী হাইকমিশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা, ভাংচুর আমরা সাম্যতার সমাজ বিনির্মাণ করতে চাই : ডা. শফিকুর রহমান আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস যুক্তরাজ্যে মিলেছে হাসিনা-ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির সন্ধান বিজিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

মুহুর্তের সব খবর জানতে পাঠকের ভরসা অনলাইন নিউজ পেপার

আসাদুজ্জামান  সব খবর পাঠকের কাছে পৌছে দিয়ে পাঠকে অন্তরে জায়গা করে নিয়েছে বরিশালের অনলাইন নিউজপোর্টাল গুলো।। করোনার মত মরন ঘাতক ইপেক্ষা করে এই মহামারীতে সকলের করনীয় ও সরকারের নির্দেশনা গুলো সকাল থেকে গভীর রাত পর্যন্ত পাঠকের জন্য তুলে ধরছেন একঝাক তরুন সাংবাদিক।।

ফলে মোবাইলের মাধ্যমে ঘর বসেই সব সময় সব খবর পাচ্ছেন পাঠকরা।। শুধু বারিশালেই নয় দেশে ও দেশের বাইরে বসে পাঠকরা যানতে পরছেন সারা দেশ ও বিশ্বের সব তাজা খবর। প্রিন্ট মিডিয়ার অনলাইন গুলোও রাখছে গুরুত্বপুর্ন ভুমিকা।

সারা বিশ্ব যখন করোনা প্রভাবে স্থবির হয়ে পরেছে তখন পাঠকের কাছে খবরের সবচেয়ে বড় জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে অনলাইন নিউজ পেপার।। যে খানেই থাকুক. সেখানে বসেই অনলাইনের মাধ্যমে য়ানছেন দেশ ও বিশ্ব পরিস্থিতির খবর।। বরিশালে আমার জানামতে প্রায় ৩০ টির বেশী অনলাইন নিউজ পোর্টাল রয়েছে।। শিক্ষিত তরুন সাংবাদিকদের দ্বারা পরিচালিত এই অনলাইন পাত্রিকা ও প্রিন্ট মিডিয়ার অনলাইন গুলোই এখন পাঠকের সবচেয়ে বড় ভরসা।।

বরিশালে সাংবাদিক হাসিবুল ইসলামের বরিশাল টাইমস. মামুন অর রশিত এর বরিশাল বানী. খন্দকার রাকিব এর বরিশাল ক্রাইম নিউজ. আলামিন গাজীর বরিশাল নিউজ. আসাদুজ্জামান এর মুসলিমস টাইমস. জাহিদুল ইসলামের ফর্মাল নিউজ. খান রুবেলের বি এস এল নিউজ. তন্ময় তপুর হ্যালো বরিশাল. সাইদ পান্থর রিপোর্ট ৭১. সৈয়দ জিয়াদ এর সময়ের খবর. ফয়সাল রাকিবের বাংলার কন্ঠস্বর ও সময়ের বাংলা. ফয়াসাল খান এর বিবিসি বরিশাল ২৪. সৈয়দ মেহেদি হাসান এর বরিশাল ট্রিবিউন. জাকিরুল আহসান এর রুপালি নিউজ. নাসির উদ্দিনের বিজয় নিউজ. দৈনিক একাত্তর বাংলাদেশ. বরিশাল মুক্ত খবর. জাকারিয়া আলম এর বরিশাল 365 ডটকম. দৈনিক বরিশাল ২৪ সহ আরো বেশ কয়েকটি নিউজ পোর্টাল রয়েছে ।।

সকল অনিয়মের বিরুদ্ধে লেখনির মাধ্যমে কলমের যুদ্ধে একঝাক তরুন সাংবাদিকরা আজ পাঠকদের অন্যতম ভরসা৷। অথচ তারাই মিডিয়া পাড়ায় বেশী অবহেলিত। পাঠক প্রিয়তায় অচিড়েই অরো সুনাম বয়ে আানবে বলে সকলের বিশ্বাস ।।

অভিনন্দন জানাই সকল অন লাইন নিউজ পোর্টালের সম্পাদক প্রকাশক সাংবাদিক সহ পারিচালনা পরিষদের সকলকে।।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট, আসাদুজ্জামান।