রবিবার, ১৮ই মে, ২০২৪ ইং, রাত ৩:৫৮
শিরোনাম :
জো বাইডেনের ভুয়া উপদেষ্টা হাজিরকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট বরিশালে এপিবিএন পুলিশের কার্যালয়ে “এপিবিএন নার্সারীর” শুভ উদ্ধোধন দুমকি উপজেলা নির্বাচনে মাল্টা কাওসার এর হামলার স্বীকার আনারস কর্মী দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, গরমে বাড়তে পারে অস্বস্তি দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন বরিশাল সহ ৫ বিভাগে আবারও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কনডেম সেলে বন্দি রাখা নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলায় সমবেদনা জানালেন বাইডেন

অনলাইন ডেস্ক  অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী। এতে অন্তত এক হামলাকারীসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এ ঘটনায় সমবেদনা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। খবর সিএনএন।

এক টুইট বার্তায় তিনি বলেন, ভিয়েনার সন্ত্রাসী হামলার ঘটনা শুনার পর থেকে আক্রান্তদের জন্য দোয়া করছি আমি এবং আমার স্ত্রী। অবশ্যই আমরা সবাই ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে সংঘবদ্ধ থাকবো।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সঙ্গে সম্পৃক্ত কমপক্ষে আরও একজন অভিযুক্ত হামলাকারীকে খুঁজছে পুলিশ। ভিয়েনার কেন্দ্রীয় সিনাগগের কাছেও ওই হামলার ঘটনা ঘটেছে।

রয়টার্স বলছে, এটা এখনও নিশ্চিত নয় যে ওই সিনাগগকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে কিনা।

ভিয়েনা শহরের মেয়র মাইকেল লুডিগ বলেন, গোলাগুলির সময় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। অপরদিকে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ২ জনের মৃত্যু হয়েছে। গোলাগুলির ঘটনায় ১৪ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।