রবিবার, ১৮ই মে, ২০২৪ ইং, রাত ৪:২২
শিরোনাম :
জো বাইডেনের ভুয়া উপদেষ্টা হাজিরকারী বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল ন্যায়বিচার পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ৪ বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট বরিশালে এপিবিএন পুলিশের কার্যালয়ে “এপিবিএন নার্সারীর” শুভ উদ্ধোধন দুমকি উপজেলা নির্বাচনে মাল্টা কাওসার এর হামলার স্বীকার আনারস কর্মী দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, গরমে বাড়তে পারে অস্বস্তি দুই দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন বরিশাল সহ ৫ বিভাগে আবারও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কনডেম সেলে বন্দি রাখা নিয়ে রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার

স্ত্রীর সঙ্গে ঝগড়া, ‘মাথা ঠাণ্ডা’ করতে হাঁটলেন টানা ৪৫০ কিলোমিটার

অনলাইন ডেস্ক  স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন এক ব্যক্তি। এরপর ‘মাথা ঠাণ্ডা’ করতে একটানা হেঁটেছেন প্রায় ৪৫০ কিলোমিটার। এই ঘটনা ইতালির।

ইতালীয়ানরা সামাজিক মাধ্যমে ওই ব্যক্তির নাম দিয়েছেন ‘ফরেস্ট গাম্প’।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি দেশটির উত্তর কোমো এলাকা থেকে টানা ৪৫০ কিলোমিটার হেঁটে ফানো অঞ্চলে পৌঁছান। ঐ অঞ্চলে রাত দুইটায় পুলিশ তাকে আটক করে। সেসময় ঐ অঞ্চলে কারফিউ চলার দায়ে তাকে আটক করে পুলিশ। সেইসঙ্গে আইন অমান্য করার দায়ে পুলিশ তাকে ৪৮৫ ডলার জরিমানা করে।

সামাজিক মাধ্যমে এই ঘটনা ভাইরাল হওয়ার পর অনেক ব্যবহারকারী ওই ব্যক্তিকে ‘হিরো’ উপাধিতে ভূষিত করেছেন এবং তার যে জরিমানা করা হয়েছে এর কড়া প্রতিবাদ করেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, ওই ব্যক্তিরে জরিমানা না করে পুরস্কিত করা উচিৎ।

স্ত্রীর সঙ্গে জগড়া করা ওই ব্যক্তি পুলিশকে বলেন, আমি এখানে পায়ে হেঁটে এসেছি। আমি কোন যানবাহন ব্যবহার করিনি।

তিনি আরও বলেছেন, রাস্তায় অনেকে আমায় খাবার এবং পানি দিতে চেয়েছিল। আমি ভাল আছি তবে একটু ক্লান্ত।

পুলিশ বলেছেন, ওই ব্যক্তির নাম যাচাই করতে গিয়ে দেখেন এক সপ্তাহ আগে তার স্ত্রী ঐ ব্যক্তির নিখোঁজ হওয়ার কথা পুলিশকে জানান।

পরবর্তীতে ঐ ব্যক্তির স্ত্রীকে পুলিশ ফোন করলে তিনি তাকে এসে নিয়ে যান। বিবিসি, ইনডিপেন্ডেন্ট