মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ ইং, দুপুর ১২:২৬
শিরোনাম :
পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত বরিশালকে সর্বোচ্চ পেনশন স্কিমের আওতায় আনার প্রতিশ্রুতি কুমিল্লায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলমের পুষ্পস্তবক অর্পণ পিএইচডি ডিগ্রী অর্জন করলেন মুক্তবুলির লেখক রিয়াজুল ইসলাম রিয়াজ অভিজাত পাড়ায় ১২ বছরে ৮০০ মোবাইল চুরি করেন জুবাইদা, ডাক্তার সাজতে গিয়ে ধরা পাকিস্তানে সামরিক চৌকিতে হামলা, নিহত ৫ ঝালকাঠি জেলা ছাত্র কল্যান সমিতির পক্ষ থেকে ববি’র নবাগত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা সোনালি আঁশ, সোনালি দিনের হাতছানি দিচ্ছে: প্রধানমন্ত্রী বাংলাদেশি নাবিকদের উদ্ধারের চেষ্টা, দুপক্ষের গোলাগুলি অপরাধী যতই শক্তিশালী হোক তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো : বিএমপি কমিশনার

ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এলো ফেসবুক

অনলাইন ডেস্ক  ফেসবুক ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে ফেসবুকে এখন ব্যবহারকারীরা চাইলে তাদের পোস্ট ও নোটস স্থানান্তর করতে পারবেন গুগল ডকুমেন্টস, ব্লগার ও ওয়ার্ডপ্রেস ডটকমের মতো সেবায়। সোমবার (১৯ এপ্রিল) ফেসবুক কর্তৃপক্ষ এ সুবিধার ঘোষণা দিয়েছে।

ফেসবুক জানিয়েছে যে, তারা এমন একটি পদ্ধতি আনছে, যাতে ব্যবহারকারীরা তাদের পোস্ট অন্য ক্ষেত্রে স্থানান্তর করে নিতে পারে।

এদিকে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের পক্ষ থেকে জানান হয়েছে, ফেসবুকের নতুন এ পদক্ষেপের ফলে তাদের একচ্ছত্র আধিপত্য বিষয়ে যে উদ্বেগ রয়েছে, তা কিছুটা কমবে। ফেসবুকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী সেবাগুলোকে দমিয়ে রাখার নানা অভিযোগ রয়েছে।

ফেসবুক বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম হলেও প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে দমিয়ে একচেটিয়া ব্যবসা করছে বলে গেলো বছর যুক্তরাষ্ট্রে এমন একটি অভিযোগ ওঠে। অবশ্য শুধু ফেসবুকই নয় বরং এমন অভিযোগ রয়েছে আমাজন ও গুগলের বিরুদ্ধেও। এসময় নিয়ন্ত্রক ও আইনপ্রণেতাদের কাছ থেকে এ তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা সুলভ আচরণের অভিযোগ তোলা হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন ও ৪৮ জন অ্যাটর্নি জেনারেল গত বছর অভিযোগ তুলে ফেডারেল কোর্টে পৃথক মামলাও করে।

অভিযোগে বলা হয় যে, ফেসবুক অবৈধভাবে প্রতিদ্বন্দ্বীদের কিনে নিয়ে প্রতিযোগিতার মোড় ঘুরিয়ে দেয় এবং দুর্বল প্রাইভেসি সুরক্ষা দিয়ে গ্রাহকের ক্ষতি করে। এ ছাড়া ফেসবুকের বিরুদ্ধে তাদের প্ল্যাটফর্ম থেকে তথ্য অন্য কোথাও সরিয়ে নেওয়ার কঠিন ব্যবস্থা নিয়েও অভিযোগ তোলা হয়। এতে ফেসবুক জোর করে ব্যবহারকারীকে তাদের প্ল্যাটফর্মে ধরে রাখে।

ফেসবুকের প্রাইভেসি অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক স্টিভ স্যাটারফিল্ড এক ব্লগ পোস্টে বলেছেন, তারা আশা করছেন, ব্যবহারকারীর তথ্য অন্য প্ল্যাটফর্মে স্থানান্তর করার বিষয়টি সহজ করতে নীতিনির্ধারক, ডেভেলপার ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় অগ্রগতি হবে।

স্যাটারফিল্ড আরও বলেন, ‘আমরা তথ্যের ধরন ও সহযোগীদের সংখ্যা ভবিষ্যতে আরও বাড়াব। তবে এখন সঠিক নিয়মকানুন ছাড়া তথ্য স্থানান্তরের জন্য যে ইকোসিস্টেম তৈরি করব, তা ফলপ্রসূ হবে না।’

পোস্ট ও নোট তথ্য স্থানান্তর করতে ফেসবুক ব্যবহারকারীকে তাদের অ্যাকাউন্ট সেটিংসে যেতে হবে। সেখান থেকে ইয়োর ফেসবুক ইনফরমেশনে ক্লিক করতে হবে। এরপর ট্রান্সফার ইয়োর ইনফরমেশন বিষয়টি পাওয়া যাবে। সেখানে পাসওয়ার্ড দিয়ে ‘চিজ ডেসটিনেশন’ নির্বাচন করতে হবে। এরপর যে প্ল্যাটফর্ম তথ্য স্থানান্তর করার জন্য ব্যবহারকারী ঠিক করে দেবে, সেখানে গিয়ে ‘কনফার্ম ট্রান্সফার’ ঠিক করে দিলে ফেসবুকের তথ্য স্থানান্তর হয়ে যাবে।

ফেসবুক ইতিমধ্যে গুগল ফটোজ, ড্রপবক্স, ব্ল্যাকবেজের মতো সেবাতে ছবি স্থানান্তর করার সুবিধা দেয়। এ ছাড়া ব্যবহারকারী ফেসবুককে যেসব তথ্য দেন, তার কপি চাইলেও ডাউনলোড করে নিতে পারেন।