সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ ইং, সকাল ১০:৪৮
শিরোনাম :
ববিতে শিক্ষকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন উজিরপুরে পানের ন্যায্য মূল্য, প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের দাবীতে সমাবেশ দুমকিতে টাইফয়েড কর্মসূচি জোরদার,স্কুল পর্যায়ে টিকাদানের হার ৯৪% সাত মাসেও প্রকাশ হয়নি ফলাফল, দুর্ভোগে ববি’র শিক্ষার্থীরা পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ,৫ লক্ষাধিক টাকার ক্ষতি ফ্যাসিবাদী আমলে একটি দল মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতো:ডাকসু ভিপি স্ত্রী-সন্তানসহ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড,বিচার করতে হবে ১২০ দিনে বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ” রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বলন ” অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল ইসি

কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে

ডেস্করিপোর্ট  শিল্প খাতে আর ভর্তুকি দিতে চায় না সরকার। তবে কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, কৃষিতে ভর্তুকি অব্যাহত থাকবে। তবে শিল্পের খাত থেকে ভর্তুকি কমিয়ে আনা হবে। শিল্প ও বিলাসী এলাকায় আর ভর্তুকি দিতে চায় না সরকার। তবে কৃষি ও বস্তি এলাকায় ভর্তুকি অব্যাহত থাকবে।

আর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, প্রাথমিকভাবে বাণিজ্যিক খাত বিশেষ করে যেখানে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠছে এসব স্থানে ধীরে ধীরে গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমাতে বলেছেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, বড় বড় খাতে যারা বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করেন, তারা গরিব নয়। গুলশানে যারা বসবাস করেন, তারা গরিব নয়। সে জন্য প্রাথমিকভাবে বড় বড় শিল্প খাতের গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমাতে বলেছেন। এছাড়া ভর্তুকি কমানোর কৌশল বের করতে বলেছেন তিনি।

মন্ত্রী বলেন, ভর্তুকি কোনো সভ্য দেশের সমাধান নয়। তাই ধীরে ধীরে গ্যাস-বিদ্যুতের ভর্তুকি থেকে সরে আসতে হবে। তবে কৃষি ও নিম্ন আয়ের মানুষের জন্য গ্যাস-বিদ্যুতে ভর্তুকি অব্যাহত থাকবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, কিছু ক্ষেত্রে ভর্তুকির অপব্যবহার হয়। অনেকে ভর্তুকির সুবিধা পান না। তিনি বলেন, অর্থনৈতিকভাবেও গ্রহণযোগ্য নয়। কেউ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না। এটা অন্যায্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজকের একনেকসভায় সব মিলিয়ে আট হাজার ৮০৪ কোটি টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।