সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, ভোর ৫:৪০

চরবাড়িয়ায় বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ এর নেতৃত্বে শীতবস্ত্র ও ৩১ দফার লিফলেট বিতরণ

মোঃ মিলন হাওলাদার,চরবাড়িয়া ইউনিয়ন প্রতিনিধি ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল সদর উপজেলার ৩ নং চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ লামছড়ি আশ্রায়ন প্রকল্প প্রাঙ্গণে এই মানবিক ও রাজনৈতিক কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল “শুভচরাম উন্নয়ন সংস্থা”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। সভাপতিত্ব করেন,
বরিশাল সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. রুবেল হাওলাদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সবসময় দেশের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। আজকের এই আয়োজনের মাধ্যমে দলের পক্ষ থেকে শীতার্তদের সাহায্য করা হয়েছে এবং একইসঙ্গে ৩১ দফার কর্মসূচি তুলে ধরা হয়েছে।

এই উদ্যোগের আওতায় কয়েক ডজন শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি দলের কাঠামোগত উন্নয়ন পরিকল্পনা ও দেশের জন্য প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি লিফলেটের মাধ্যমে উপস্থিত জনগণের মধ্যে প্রচার করা হয়।

প্রধান অতিথি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শুধু মানবিক নয়, জনগণের মধ্যে দলের কর্মসূচি ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করে যাবে।”

লামছড়ি গ্রামের বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, শীতবস্ত্র বিতরণ তাদের জন্য শীত মৌসুমে একটি বড় সহায়তা। আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বড় পরিসরে নেওয়া হবে।