বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং, রাত ১:২৮
শিরোনাম :
২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত বাংলাদেশকে বন্যা নিয়ন্ত্রণে ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি ২৭ এপ্রিল পর্যন্ত সব স্কুল-কলেজ বন্ধ ঘোষনা

বরগুনায় নতুন করে ২১ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২৭১

বরগুনা প্রতিনিধি  বরগুনায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিভিল সার্জন কার্যালয় রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বরগুনা সদরের ১১ জন, বেতাগীর ৭ জন, আমতলীর দুজন ও বামনার একজন। তাদের মধ্যে ৬ জন পুলিশ সদস্য, একজন সাংবাদিক ও একজন ব্যাংক কর্মকর্তা।

সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। বরগুনায় সংক্রমণের সংখ্যা বেড়ে চলছে। এটা কমাতে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বরগুনা জেলায় ২৭১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১৪৩ জন, আমতলীতে ৪৩ জন, বামনায় ৩২ জন, বেতাগীতে ৩২ জন, পাথরঘাটায় ২৬ জন, তালতলীতে ১৬ জন। এর মধ্যে ১৪০ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৫ জন।