শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং, রাত ১২:০১
শিরোনাম :
সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস

বরিশাল নগরীর শতাধিক ছাদবাগানীদের মাঝে সবুজ কৃষি গ্রুপের চারাগাছ বিতরণ

নিজস্ব প্রতিবেদক  বরিশাল নগরীর শতাধিক ছাদবাগানীদের মাঝে সবুজ কৃষি গ্রুপের উদ্যোগে চারাগাছ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(৪মার্চ) বিকেলে সরকারী বরিশাল কলেজ মাঠে দেশীয় কাগজী লেবু,কাটা মুকুট ফুলের চারা,ড্রাগন,রেইন লিলি,সহ বিভিন্ন প্রকার দেশীয় ফুল ও সবজীর বীজ বিতরন করা হয়।

সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ বরকত হাসানের পরিচালনায় সবুজ কৃষি গ্রুপের এডমিন স্ত্রী রোগ বিসেশজ্ঞ ও সার্জন ডা:হাসিনা মূর্তজার অর্থায়নে ১০০ পিস দেশীয় কাগজী লেবুর চারা ও ৬০ পিস কাটা মুকুটের চারা,সবুজ কৃষি গ্রুপের এডমিন ও কুস্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলমের সহধর্মিনি মিসেস দিলরুবা আলমের নিজ বাগানের ৫০ পিস ড্রাগন চারা,সবুজ কৃষি গ্রুপের এডমিন অবসর প্রাপ্ত কলেজ শিক্ষিকা মোসফেকা বেগমের নিজ বাগানের ৫০ পিস ড্রাগন চারা বিতরন করা হয়েছে ।


এ সময় আরও উপস্থিত ছিলেন, সবুজ কৃষি গ্রুপের এডমিন প্র্ফেসর লতিফা আক্তার ঝর্না( চেয়ারম্যান ব্যাবস্থাপনা বিভাগ সরকারি বরিশাল কলেজ), সবুজ কৃষি গ্রুপের এডমিন ডা: নাফিসা জাহান সপ্না ( পরিচালক নিউক্লিয়ার মেডিসিন বিভাগ শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল), ডা: হাসিনা মর্তুজা(স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন,এডমিন মোসফেকা বেগম,ডা: মইনুল হাসিব( এসোসিয়েট প্রফেসর রেডিওলোজি বিভাগ শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ গন মাধ্যমের নের্তৃবৃন্দ প্রমুখ।