বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং, বিকাল ৪:২৬
শিরোনাম :
আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত বাংলাদেশকে বন্যা নিয়ন্ত্রণে ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত নয়: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী

অনলাইন ডেস্ক  টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়াল।

তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা উচিত নয়। এবার পাকিস্তানের সঙ্গে এসপার-ওসপার করতে হবে। আমার ব্যক্তিগত মত হল যে- পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত নয় ভারতের। আমি এটা বিসিসিআইয়ের সচিব জয় শাহকে জানাব।

আর মাত্র কয়েকদিন পরই (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মহারণ। উত্তেজনায় এখনই কাঁপছে দুই দেশের ভক্তরা। এর মাঝে ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর এমন বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় সরব আলোচনা চলছে।

মঙ্গলবার পুণেতে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রামদাস বলেন, ‘প্রতিবেশী দেশ (পাকিস্তান) এখনও শিক্ষা নেয়নি। যদি পাকিস্তান (জম্মু ও কাশ্মীর) উপত্যকায় নিজেদের কার্যকলাপ বন্ধ না করে, তাহলে এসপার-ওসপারের লড়াই হবে। জম্মু ও কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের নিশানা করে হামলা চালানো হচ্ছে। নিশানা করা হচ্ছে স্থানীয় কাশ্মীরি পণ্ডিতদের। উপত্যকায় উন্নয়নের ধারা আটকাতে এটা পাকিস্তানের ছক।’

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিবাজ সিং বলেন, ‘আমার মতে (ভারত এবং পাকিস্তানের) সম্পর্ক ভালো নয়। তাই এটা (বিশ্বকাপের ম্যাচ) খেলার বিষয়টি পুনর্বিবেচনা করে দেখা উচিত।’

এর আগে জওয়ানদের মৃত্যু প্রসঙ্গে এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘আমাদের নয় জওয়ান মারা গিয়েছেন। এদিকে ২৪ অক্টোবর ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ হবে।’

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) -এর পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। আপাতত সংযুক্ত আরব আমিরশাহিতে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। কেন্দ্রীয় সরকারের শীর্ষ স্তর থেকেও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য আসেনি।

ভারত-পাকিস্তান ম্যাচের প্রসঙ্গে আথাওয়ালে আরও বলেন, আমি যা বলেছি আমার দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ারও একই অবস্থান।