শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং, ভোর ৫:৫৪
শিরোনাম :
সপ্তাহে ৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয় এপ্রিল মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস

বরিশালে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্করিপোর্ট  বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন।

ওই গৃহবধূর নাম ফারজানা আক্তার (২২)। তিনি উপজেলার গারুরিয়া ইউনিয়নের দেউলী গ্রামের চায়ের দোকানি সাইফুল সিকদারের স্ত্রী। তিনি এক সন্তানের মা। ওসি আলাউদ্দিন মিলন জানান, বুধবার ভোরে গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে তাদের খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

ওসি জানান, গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা না হত্যা- মরদেহের ময়না তদন্তের পর জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি। গারুরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মো. মোকলেচুর রহমান জানান, ফারজানার স্বামীর দেউলী গ্রামের দিঘির পাড়ে চায়ের দোকান রয়েছে।

মঙ্গলবার দিনগত রাত ১১টায় সে ঘরে ফিরে খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে স্ত্রীর মরদেহ ঝুলন্ত অবস্থায় পেয়েছে। ফারজানার মরদেহের পা বাকানো অবস্থায় ছিলো। এ বিষয়ে ওসি বলেন, কেন পা বাঁকানো ছিলো, আমরা বলতে পারবো না। সেটা চিকিৎসক বলতে পারবেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত বলা যাবে।