বৃহস্পতিবার, ৩০শে মার্চ, ২০২৩ ইং, রাত ৮:০৩

পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ডেস্করিপোর্ট  পটুয়াখালীতে পটুয়াখালীতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পবিত্র কুরআন খতম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা,পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ)ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, পবিত্র কুরআন খতম, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা, পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী কানিজ সুলতানা হেলেন, সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে মোঃ সাইদুল ইসলাম বিপিএম পিপিএম, পুলিশ সুপার পটুয়াখালী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা, বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা, মহিউদ্দিন আহমেদ, মেয়র পটুয়াখালী পৌরসভা, এডভোকেট মোঃ গোলাম সারোয়ার, চেয়ারম্যান উপজেলা পরিষদ পটুয়াখালী সদর।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মাহবুবুল আলম, উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী, উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিপুল সংখ্যক ইমাম, আলেম-ওলামা মৌশিক শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশন এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হালিম, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী।