শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ ইং, রাত ৮:১৩
শিরোনাম :
ভূমিকম্পে কাঁপলো রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান বরিশাল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ অনুসারীদের হামলায় কৃষক লীগ নেতা রক্তাক্ত কুমিল্লা-৯ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র জমা কারও কথায় নির্বাচনী ট্রেন থামবে না: ওবায়দুল কাদের সংসদ নির্বাচনে ৩০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে: ইসি সচিব ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ইসরায়েলকে গোলান মালভূমি ছেড়ে দিতে হবে: জাতিসংঘ আরেক দফায় বেড়েছে সোনার দাম,ভরি প্রায় ১ লাখ ১০ হাজার টাকা পিটার হাসকে হত্যার হুমকি: আওয়ামী লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর মনোনয়নপত্র দাখিল

১০ তলা থেকে লাফিয়ে পড়া সেই শেকৃবি ছাত্রীর মৃত্যু

ডেস্করিপোর্ট  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ১০ তলা থেকে লাফিয়ে পড়া মারিয়া রহমান (২৫) চিকিৎসাধীন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের ৭৬ ব্যাচের কৃষি শিক্ষার্থী মারিয়া রহমান কৃষকরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরে। গত ২৪ মার্চ সকাল ৯টার সময় এই হলের ১০ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তখন তাকে আহতাবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়।

মারিয়া আক্তারের ভগ্নিপতি আশরাফ আলী বলেন, মারিয়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আবাসিক হলের সপ্তম তলায় থাকত। ওই আবাসিক হলের দশম তলার ছাদের ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে মারিয়া। ভাগ্যক্রমে বেঁচে গেলেও সে গুরুতর আহত হন।

মারিয়া আক্তারের মায়ের বরাত দিয়ে আশরাফ আলী আরও বলেন, পরীক্ষা দিতে না পারায় মারিয়া মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করার পর ব্যর্থ হওয়ায় সে এই আত্মহত্যার পথ বেছে নেয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক অধ্যাপক ড. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জেনেছি মারিয়া মারা গেছে। যদি তার পরিবার চায় তবে থানার ফর্মালিটিজ শেষ করে তাকে ক্যাম্পাসে নিয়ে আসা হবে।