ডেস্করিপোর্ট শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ১০ তলা থেকে লাফিয়ে পড়া মারিয়া রহমান (২৫) চিকিৎসাধীন মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের ৭৬ ব্যাচের কৃষি শিক্ষার্থী মারিয়া রহমান কৃষকরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরে। গত ২৪ মার্চ সকাল ৯টার সময় এই হলের ১০ তলা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তখন তাকে আহতাবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়।
মারিয়া আক্তারের ভগ্নিপতি আশরাফ আলী বলেন, মারিয়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আবাসিক হলের সপ্তম তলায় থাকত। ওই আবাসিক হলের দশম তলার ছাদের ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে মারিয়া। ভাগ্যক্রমে বেঁচে গেলেও সে গুরুতর আহত হন।
মারিয়া আক্তারের মায়ের বরাত দিয়ে আশরাফ আলী আরও বলেন, পরীক্ষা দিতে না পারায় মারিয়া মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করার পর ব্যর্থ হওয়ায় সে এই আত্মহত্যার পথ বেছে নেয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক অধ্যাপক ড. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা জেনেছি মারিয়া মারা গেছে। যদি তার পরিবার চায় তবে থানার ফর্মালিটিজ শেষ করে তাকে ক্যাম্পাসে নিয়ে আসা হবে।