সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
ববিতে শিক্ষকের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগে শিক্ষার্থীদের মানববন্ধন উজিরপুরে পানের ন্যায্য মূল্য, প্রণোদনা ও শুল্ক প্রত্যাহারের দাবীতে সমাবেশ দুমকিতে টাইফয়েড কর্মসূচি জোরদার,স্কুল পর্যায়ে টিকাদানের হার ৯৪% সাত মাসেও প্রকাশ হয়নি ফলাফল, দুর্ভোগে ববি’র শিক্ষার্থীরা পটুয়াখালীতে জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ,৫ লক্ষাধিক টাকার ক্ষতি ফ্যাসিবাদী আমলে একটি দল মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতো:ডাকসু ভিপি স্ত্রী-সন্তানসহ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ৮১টি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড,বিচার করতে হবে ১২০ দিনে বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ” রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্বলন ” অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ‘শাপলা কলি’ প্রতীক বরাদ্দ দিল ইসি

এইচএমপিভি ভাইরাস নিয়ন্ত্রণে বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

ডেস্ক রিপোর্ট ।। চীনসহ পার্শ্ববর্তী দেশগুলোতে আতঙ্ক ছড়ানো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপি) বাংলাদেশেও শনাক্ত হয়েছে। এ অবস্থায় ভাইরাসটি নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের বিশেষ ওই নির্দেশনায় বলা হয়, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এইচএমপিভির বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। বিমানবন্দরের যাত্রী, স্টাফ ও দর্শনার্থীদের সবাইকে মুখে মাস্ক রাখা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। যদি কারো মধ্যে জ্বর, কফ, শ্বাস ছোট হওয়ার মতো এইচএমপিভির লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে হবে।

দেশের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোকে নিজ নিজ অবস্থান থেকে এবং যেসব দেশে এইচএমপিভির আক্রান্ত রোগী রয়েছে সেসব দেশ থেকে যাত্রী আনার ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। প্লেনের ভেতর যদি কারো মধ্যে জ্বর, কফের মতো এইচএমপিভির লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে হবে।

ফ্লাইটে এইচএমপিভির আক্রান্ত রোগী থাকলে তাদের কীভাবে হ্যান্ডেল করতে হবে সে বিষয়ে এয়ারলাইন্সের ক্রু ও যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনাবলি জানার নির্দেশনা দেওয়া হয়েছে।