অনলাইন ডেস্ক ।। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজা উপত্যকা থেকে প্রতিদিন ৫০ জন আহত হামাস সদস্যকে চিকিৎসার জন্য মিশরে যাওয়ার অনুমতি দেবে ইসরায়েল।
মিডল ইস্ট এইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে আহত যোদ্ধারা যুদ্ধবিরতির ১৪তম দিন থেকে শুরু করে ৪২ দিন পর্যন্ত তিন জন সঙ্গী নিয়ে ভ্রমণ করতে পারবেন।
২৮ দিনের এই সময়কালে প্রতিদিন ২০০ জন সাধারণ ফিলিস্তিনি নাগরিকও মিশর ভ্রমণের অনুমতি পাবে। ধারণা করা হচ্ছে, প্রথম ধাপে মোট ৫ হাজার ৬০০ জন লোক মিশর ভ্রমণ করতে পারবে।
চুক্তির শর্তানুযায়ী, হামাস সদস্য ও তাদের সঙ্গীদের পরিচয় অনুমোদনের চূড়ান্ত ক্ষমতা থাকবে ইসরায়েলের শিন বেটের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার হাতে।
পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, অন্তত ২৫ ফিলিস্তিনি আটক
প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার পর্যন্ত অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত ২৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
যুদ্ধবিরতির পরও দখলদার বাহিনী নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক অপব্যবহার, হামলা এবং হুমকি দিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে। পাশাপাশি নাগরিকদের বাড়িঘরে ভাঙচুর ও ধ্বংসযজ্ঞের পাশাপাশি বেশ কয়েকটি শহরে মাঠ পর্যায়ে তদন্তও চালিয়ে যাচ্ছে।