সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং, সকাল ৬:১৫

পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরির ইজারাদার কর্তৃক সাংবাদিককে হু’ম’কি

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত বোঝাই ট্রাক পারাপার করবে কিনা জানতে চাইলে ইজারাদার কর্তৃক এক সাংবাদিককে হুমকির অডিও ফাঁস হয়।

পরে সাংবাদিক জিয়াউর রহমান (৪০) মির্জাগঞ্জ থানায় উপস্থিত হয়ে ইজারাদার মোঃ শাহজাহান (৬০) এর বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করেন। সাংবাদিক জিয়াউর রহমান দুটি জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করছেন।

অডিও রেকর্ড শুনে জানা যায়, সাংবাদিক জিয়াউর রহমান জানতে চায় আজও আপনি ওভারলোড গাড়ি পারাপার করবেন? ইজারাদার শাহজাহান বলেন তুমি পারলে গাড়ি আটকাইয়া দাও, আমি গাড়ি পারাপার করি কি না করি সেটা আমার ব্যাপার। তুমি দেশের নাগরিক কিংবা প্রেসিডেন্ট হও আমার কিছু যায় আসে না সব জায়গায় হাত দেওয়ার চেষ্টা করিও না। তোমার যত লেখা আছে লেখ আর আমি আমার কার্যক্রম চালিয়ে যাব পারলে তুমি সহ্য করিও। আপনি কি কার্যক্রম দেখাবেন এমন উত্তরে ইজারাদার বলেন, তুই পটুয়াখালীর এপার সাহস থাকলে আয়, তারপর তোকে কিভাবে বুঝানো লাগে বুঝবো নে। তোকে ওপার দিয়ে ধরে নিয়ে আসব তুই আমাকে চেন? তোর বাবা কবরে আছে জিজ্ঞেস কর আমি কে? তিন কোটি টাকায় ঘাটের ডাক রাখছি তোকে কৈফত দেওয়ার জন্য?

শঙ্কিত ও ভুক্তভোগী সাংবাদিক জিয়াউর রহমান এ ঘটনায় সোমবার (২৭ জানুয়ারী) ওই ইজারাদারের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯১৬) করেন।

এর আগে পায়রাকুঞ্জ ফেরিতে ইজারাদার দিনে ও রাতে অতিরিক্ত বোঝাই ট্রাক পারাপারে সহযোগিতা করায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই রুটে কচুয়া- বীণাপানি সড়কে ২০ কিলোমিটার এর মধ্যে পাঁচটি বেইলি সেতু ও একটি ফেরি রয়েছে। ডেইলি সেতুতে ০৫ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের নাকের ডগায় প্রতিদিন অতিরিক্ত বোঝাই মালামাল পরিবহন হয় যা বেইলি সেতু এবং ফেরি ঘাটে যেকোনো সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। ব্যাহত হতে পারে যান চলাচল।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহমেদ বলেন, সাংবাদিককে হুমকির ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন বলেন, ইজারাদার এর সঙ্গে পটুয়াখালী সড়ক জনপদ বিভাগের একটি চুক্তি রয়েছে। যদি তারা চুক্তি লঙ্ঘন করে কোন কাজ করে তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।