ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশের রাত্রীকালীন চেকপোস্ট ডিউটি চলাকালীন মহাসড়ক থেকে ২ আসামি সহ ২ সিএনজি আটক
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৫) কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক ফাজিলপুর হাইওয়ে থানা পুলিশ বিশেষ অভিযান ও চেকপোস্ট ডিউটি চলাকালীন লেমুয়া বাজার এলাকায় ভোর ৪ (চার) ঘটিকায় সন্ধিগ্ধ ভাবে চলাচলরত ২টি সিএনজিকে থামার সিগনাল দিলে প্রথম সিএনজিতে থাকা ২ জনই সিএনজি ফেলে পালিয়ে যায় এবং পিছে থাকা অপর সিএনজি থেকে ২ জন আসামীসহ সর্বমোট ২টি সিএনজি আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করেন তারা ৪ জনে মিলে সিএনজি ২টি ফেনী সদর থানাএলাকা হতে চুরি করেন।
এব্যাপারে ফেনী সদর থানায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ফাজিলপুর হাইওয়ে হাইওয়ে থানার এটিএসআই/ শাহ আলম বাদী হয়ে ১টি চুরি মামলা রুজু করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করেন।