মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৫ ইং, ভোর ৫:৩৩

হাইওয়ে পুলিশের অভিযানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাই কালে ছিনতাইকারী আটক

ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশের অভিযানে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাই কালে ছিনতাইকারী আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৫) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনা কালে রাত অনুমান ১০টা ২০ ঘটিকায় দাউদকান্দি হাইওয়ে থানাধীন বলদাখাল এলাকার খিলাইল ফ্যাক্টরীর সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্রগ্রামমুখী লেনে ডাকাতি / ছিনতাই করার উদ্দেশ্য ২টি মোটরসাইকেলের গতিরোধ করে ; যার প্রথমটিতে ৩ জন এবং অপর মোটরসাইকেলে ২ জন সর্বমোট ড্রাইভার সহ ৫ জন যাত্রীকে অস্ত্রের মুখে মোটরসাইকেলের গতিরোধ রোধ করে এবং ধস্তাধস্তি করতে থাকে। প্রথম মোটরসাইকেলে থাকা ১) আদাদুল ইসলাম লিমন (১৮), পিতা-মোঃ কবির হোসেন, ২) রকিবুল হাসান (২০), পিতা- মানিক মিয়া, ৩) সাইফুল ইসলাম, পিতা-মহিউদ্দিন সর্ব সাং-সবজিকান্দি থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা গণের মোটর সাইকেল এর গতিরোধ করে ৩ (তিন) জন ছিনতাইকারী এবং এর একটু পরেই অপর মোটরসাইকেলটি আসলে ছোরা নিয়ে উল্লেখিত ব্যক্তিদেরও ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাইয়ের চেষ্টা কালে ভিকটিমদের আত্মচিৎকার চেঁচামেচি শুনে হাইওয়ে পুলিশের ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ)/ফারুক ইসলাম তার সাথে থাকা ফোর্সসহ দৌড়ে ঘটনা স্থলে গেলে ছিনতাইকারীরা পুলিশ দেখে পালানোর সময় অনুমান ১২ ইঞ্চি লম্বা ১টি ছোরা সহ একজন ডাকাতকে আটক করতে সক্ষম হয় এবং অন্যান্যরা পালিয়ে যায়।

আটক ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম মোঃ আনন্দ (১৮), পিতা মোঃ আক্তার, মাতা-শিল্পী বেগম, সাং-দক্ষিন সতানন্দী, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা।

এব্যাপারে কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।