ডেস্ক রিপোর্ট ।। বরিশালে আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলার ৩লক্ষ ১১ হাজার ১৩০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (১২ মার্চ) দুপুর ৩ টায় বরিশাল সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বরিশালের সিভিল সার্জন এস এম মন্জুর এলাহী।
বরিশালের সিভিল সার্জন এস এম মন্জুর এলাহী জানান, আগামী ১৫ মার্চ,রোজ শনিবার দেশব্যাপী আয়োজিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।তারই অংশ হিসাবে বরিশাল জেলার১০টি উপজেলায় ৮৭টি ইউনিয়ন, ২৫৮টি ওয়ার্ডে, ২,০৬৪টি অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং জেলায় সর্বমোট ২,০৭৩ট টিকাদান কেন্দ্রে ৪১৪৬ জন স্বেচ্ছাসেবকের মাধ্যমে ১২-৫৯ মাস বয়সের ২,৭৬,৭৮৯ জন শিশুদের ২ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ০৬-১১ মাস বয়সের ৩৪,৩৪১ জন শিশুদের ১ লক্ষ আই ইউ ক্ষমতা সম্পন্ন একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় তিনি আরও জানান, প্রতি কেন্দ্রে ২(দুই) জন স্বেচ্ছাসেবক থাকবেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রচারের জন্য স্ব-স্ব এলাকায় নিয়মিত মাইকিং এবং মসজিদ থেকে মাইকিং করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক্ট সুপারিন্টেন্ডেন্ট এ বিএম এনায়েত হোসেন,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জলিল সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।