সোমবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, রাত ৩:৪৭
শিরোনাম :
বরিশাল – ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমূখি সংঘর্ষে প্রবাসী নারী নিহত অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে হাইওয়ে পুলিশের এসপি খাইরুল আলমের ফুলেল শুভেচ্ছা বরিশালে এপিবিএন পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার জঙ্গিবাদ বিষয়ে কুমিল্লায় চট্রগ্রাম ও সিলেট বিভাগের ৭২ শিক্ষকের মধ্যে পাঠদান করলেন এসপি খাইরুল আলম বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজকে ফুলেল শুভেচ্ছা বরিশালে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্র ও হত্যা মামলার আসামিসহ ৭ ডাকাত গ্রেফতার কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া শিশুপুত্র উদ্ধার এপিএস মামুনের ‘দায়ভারও খতিয়ে দেখা হচ্ছে’ শাহবাগ থানায় রোমহর্ষক নির্যাতনের বর্ণনা দিলেন ছাত্রলীগের নাঈম অধিকারের সম্পাদক-পরিচালকের ২ বছর কারাদণ্ড

বানারীপাড়ায় চার মাস ধরে শেষ ঠিকানায়ও পানি

নিজস্ব প্রতিবেদক  জন্মিলে মরিতে হবে, এটাই চিরন্তন সত্য বাণী। বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের শেষ বিদায়ের ঠিকানাও একই। ধনী গরিব সবাইকেই সাদা কাপড় পরে সাড়ে তিন হাত মাটির ঘরে অন্তিম শয়নে শায়িত হতে হয়।

তবে সেই শেষ বিদায়েও মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। গত আম্ফান থেকে শুরু করে এখন পর্যন্ত বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর শহরের বেশিরভাগ অংশে পানি জমেছে। বর্তমানে উপজেলার ৮১টি গ্রাামের অনেকাংশ রয়েছে পানির নিচে।

পৌরসভার ৯টি ওয়ার্ডেরও একই অবস্থা। যদিও জোয়ারে পানি ওঠে ভাটায় নেমে যাচ্ছে। তার পরেও যে স্থানগুলোতে পানি উঠলে নামার কোনো ব্যবস্থা নেই। সেখানকার পরিবারগুলো প্রায় চার মাস পর্যন্ত পানিবন্দি হয়ে আছে। যা থেকে উত্তরণের কোনো পথই পাচ্ছেন না ওই পরিবারগুলো।

অনেকেই জানান, পৌরশহরের প্রায় সবগুলো সরকারি খাল প্রভাবশালী মহল বা তাদের মদদে অন্যরা অনেক আগেই ভরাট করে দখল করে নিয়েছেন। ফলে টানা বর্ষণ ও জোয়ারের প্রভাবে চরমভাবে পানিদুর্ভোগে পড়েছেন পৌরসভার সাধারণ নাগরিকরা। উপজেলার সবগুলো এলাকায় একই অবস্থা বিরাজ করছে।

তথ্যসূত্রে জানা যায়, স্থায়ীভাবে পানিবন্দি হওয়া বা জোয়ারে পানি ওঠে আর ভাটায় নেমে যায় এমন স্থানের পরিবারগুলোর মধ্য থেকে কোন সদস্য মারা গেলে তার শেষ বিদায়ের ঠিকানা কবর খুঁড়লেই ভেতরে পানি উঠে যাচ্ছে। এ অবস্থা প্রায় চার মাস ধরে।

এদিকে বানারীপাড়া সরকারি কবরস্থান ও শ্মশানেরও একই অবস্থা। এখানে বর্তমানে কোনো মানুষকে শেষ বিদায় দেয়ার মতো অবস্থা নেই।পানিদুর্ভোগের কারণে অনেককে কাঠের বাক্সের মধ্যে রেখেই শেষ বিদায় দেয়া হয়েছে।