বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং, সকাল ৮:২১
শিরোনাম :
আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান ২ মাসের মধ্যে বেনজীরের দুর্নীতির প্রতিবেদন দাখিলের নির্দেশ তাপমাত্রা আরও বাড়বে, গরম কমার কোনো সম্ভাবনা নেই ব্যর্থতা কাঁধে নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলি, কেএনএফ সদস্য নিহত সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী গ্রেপ্তার সারাদেশে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগাবে ছাত্রলীগ ইসরায়েল, ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে বিল পাস চট্টগ্রামে মৃদু ভূমিকম্প অনুভূত বাংলাদেশকে বন্যা নিয়ন্ত্রণে ৭১ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

বরের মুখে তামাক দেখে বিয়ে বাতিল করলেন কনে

অনলাইন ডেস্ক  ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলায় বর তামাক চিবুচ্ছিল তাই বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন কনে। এরপর সেই বিয়ে একেবারেই বাতিল হয়ে যায়। এর আগে এই প্রদেশেরই প্রতাপগড় জেলায় বর মদপান করে আসায় বিয়ে করেননি আরেক কনে। বুধবার (৯ জুন) এসব জানিয়েছে খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় পুলিশ কর্মকর্তা শৈলেন্দ্র সিং জানিয়েছেন, মিশ্রুলি গ্রামের এক মেয়ের সঙ্গে খেজুরি গ্রামের একজনের বিয়ে হওয়ার কথা ছিল ৫ জুন। যখন বর পৌঁছায় তখন কনে দেখে যে বর তামাক চিবুচ্ছে। এগুলো স্থানীয়ভাবে গুটকা নামে পরিচিত। এটি দেখেই কনে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

জানা গেছে, অস্বীকৃতি জানানোর পর কনেকে কয়েক ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা করা হয়। শেষ পর্যন্ত কনে আর মত পাল্টায়নি। বিয়ে বাতিল করা হয় এবং দুই পরিবার একে অপরকে দেওয়া উপহারও ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।