ডেস্করিপোর্ট বিএনপি ২০১৩-১৪ সালে জ্বালাও-পোড়াও করেছে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা যেকোনো সময় নাশকতা করতে পারে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে সোমবার (১৪ আগস্ট) দুপুরে রহমতে আলম ইসলাম মিশন ও ইসলাম মিশন এতিমখানায় উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিএনপি কর্মসূচির নামে নাশকতা করার চেষ্টা করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি তো সব সময় এটিই করে থাকে। আপনারা ১৩-১৪তে দেখেছেন কী রকম নাশকতা করেছে, জ্বালাও-পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে। এমনকি গবাদি পশুও হত্যা করেছে। ট্রাক-সিএনজির চালক পর্যন্ত বাদ যায়নি।’
তিনি বলেন, ‘কাজেই তারা যেকোনো সময় নাশকতা করতে পারে। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সবসময় মনে করে শাসনভার নেবে। তারা যেগুলো করে আসছে, এ দেশের মানুষ কোনোদিন বরদাশত করবে না। আমাদের জনগণ সজাগ রয়েছে। কাজেই এ ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে তারা কোনোদিন সফল হবে না।
তিনি আরও বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই।’